প্রেস বিজ্ঞপ্তি
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ১৪ দল তথা মহাজোটনেত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, নব গঠিত সরকার তথা মন্ত্রী পরিষদ ও জাতীয় সংসদে নির্বাচিত সকল এমপি'কে অভিনন্দন জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান পরিচালক '৭১-এর বীর মুক্তিযোদ্ধা (২নং সেক্টর) 'মুর্শীদে বরহক মুফতিয়ে আজম সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী' ছাহেব ক্বেবলা।
মিশরের কায়রোস্থ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ১৯৫১ সালে 'গ্র্যান্ড মুফতি' সনদপ্রাপ্ত, সাবয়ে সাইয়্যারাহ (সপ্ত নক্ষত্র) উপাধিপ্রাপ্ত অসংখ্য আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও অসংখ্য জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম 'মুর্শীদে বরহক মুফতিয়ে আজম সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী' ছাহেব ক্বেবলা তাঁর অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের মানুষ দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে '৭০ সালের নির্বাচনে যেমনিভাবে অসাম্প্রদায়িক ও স্বাধীনতাকামী গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করেছিল, তেমনিভাবে এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে '৭১-এর যুদ্ধাপরাধী-রাজাকার-দালালদের বিচারের প্রত্যাশায় এ দেশের জনগণ যুদ্ধাপরাধী-লুটেরা-দুর্নীতিবাজ ও মৌলবাদ-জঙ্গীবাদীদের প্রত্যখ্যান করেছে।
স্বাধীনতা সংগ্রামের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজীবুর রহমানের সমসাময়িক ১৯২২ সালের ১লা ফেব্রুয়ারী জন্মগ্রহণকারী '৭১-এর বীর মুক্তিযোদ্ধা 'মুফতিয়ে আজম সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী' ছাহেব ক্বেবলা তাঁর অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ যে রায় দিয়েছে তাতে 'জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা শক্তিশালী হবে, বিচার হবে যুদ্ধাপরাধী-রাজাকারদের, নির্মূল হবে জঙ্গীবাদ-ওহাবী-মওদুদীবাদ-মৌলবাদ, দিনবদলের সংগ্রামে দূর হবে দুর্নীতি আর অনিয়মের সকল জঞ্জাল। এবং দেশে শান্তি, স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। একই সঙ্গে গণতন্ত্র সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।'
উল্লেখ্য যে, রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন 'মুর্শীদে বরহক' মুফতিয়ে আজম গাজী সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী ছাহেব ক্বেবলা সাপ্তাহিক জা’আল হকের উপদেষ্টা, '৭১-এর বীর মুক্তিযোদ্ধা, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত-ইউকে ও বাংলাদেশের প্রধান পরিচালক, বাংলাদেশ মুফতী বোর্ডের চেয়ারম্যান, দেশে-বিদেশে অসংখ্য মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ, বাংলা-ফারসী-আরবী ও উর্দু ভাষায় অসংখ্য গ্রন্থের প্রণেতা, শত শত মোনাজেরা বাহাছে বিজয়ী। মুফতিয়ে আজম গাজী সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী ছাহেব ১৯৫১ সালে মিশরের পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় জামেউল আল আজহার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ খেতাব 'সাবয়ে সাইয়্যারাহ' (অর্থাৎ সপ্ত নক্ষত্র) ও সর্বোচ্চ ডিগ্রী গ্র্যান্ড মুফতি 'মুফতিয়ে আজম' সনদসহ স্বর্ণ পদক লাভ করেছেন।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




