মুর্শীদে বরহক সাহেব কেবলার শিক্ষা জীবনঃ ধারাবাহিক-১
মুফতিয়ে আজম মুর্শীদে বরহক গাজী সাইয়্যেদুনা সুলতান আহমদ মুহাম্মদ আবুতাহের রহমানপুরী সাহেব ক্বিবলার ছাত্র জীবন কেটেছে বিজরা সিনিয়ার মাদ্রাসা, নোয়াখালী টুমচর মাদ্রাসায়। পরবর্তীতে নোয়াখালী ইসলামীয়া মাদ্রাসা থেকে তিনি ১৯৪২ খ্রিষ্টাব্দে ফাজেল পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন এবং সে সাথে ৩ বিষয়ে লেটার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
১৯৪৪ ইংরেজীতে তিনি ঢাকা কুলুটোলা মুফতি সাইয়্যেদ আমিনুল এহছান (রহঃ) সাহেবের তত্বাবধানে থেকে ঢাকা বক্সীবাজার সরকারী আলীয়া মাদ্রসায় অধ্যয়ন করতঃ কামেল পরীক্ষায় ২ বিষয়ে লেটার সহ ষ্টার মার্ক পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন ১৯৪৬ খ্রীষ্টাব্দে।
তিনি ১৯৪৭ সালে ভারতের ইউপি, আগ্রা অযোদ্ধ সংযুক্ত প্রদেশের সাহারানপুর জেলার বিশ্ব বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় আরবী এলমে হাদিস ও এলমে তফসিরে ভর্তি হয়ে ২ বৎসর যাবৎ কঠোর অধ্যায়ন করে ফাইনাল পরীক্ষায় সারা ভারতবর্ষে প্রথম বিভাগে প্রথম স্থান লাভ করার গৌরব অর্জন করেন।
তিনি দাওরায়ে হাদিস ও দাওরায়ে তাফসির দুই বৎসরে দুটি বিষয়ে সর্বোচ্চ মেধা তালিকায় শীর্ষস্থান দখল করার গৌরব অর্জন করতে সক্ষম হন এবং ৫টি বিষয়ে লেটার মার্ক পান। ১৯৪৯ সালে উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে সুদূর মিশরের কায়রোস্থ পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় জামেউল আল আজহারে দারুল এফতা বিভাগে ভর্তি হয়ে সাফল্যের সাথে খুব কঠিন ও জটিল মাসয়ালা মাছায়েলের অধ্যায়ন করে সমস্যা সমাধানে পারদর্শী ও উত্তীর্ণ হন। আল আশবাহ ওয়ান নাজায়ের লিল ইমামুল আজম আবু হানিফা (রহঃ), আল ফতুয়া ইমাম তকীউদ্দিন আচ্ছাবকী (রহঃ) ২ খন্ড, আত্তেহফাতুল খাইরীয়া হাশিয়াতুল বাজুরী আলাচ্ছান ছুরী (রহঃ), আল কাওয়াকে বুদ্দুরীয়া ফি কাওয়ায়েদেদ্দীনিয়া আল ওয়াজির লিল ইমামুল গাজ্জালী হুজ্জাতুল্লাহ ফিল আরদে আল ওয়াছমু ফি রাছমেই লিল ইমামীল হালওয়ানী (রহঃ), মাসনাদুল ইমামু জায়েদুবনু সাইয়্যেদুনা আলী আল মুগনী লে ইবনে ক্কুদামা (রহঃ) ১২ খন্ড, আলহাবী লিল ফাতওয়া লিল ইমামীল মিল্লাতে ওয়াদ্দীন জাজালউদ্দিন সুয়ূতী (রহঃ) ২ খন্ড, আল ফাতওয়ায়ে ই কুবরা লে ইবনে হাজার আছক্কালানী (রহঃ) ৪ কন্ড, ইত্যাদি অধ্যায়ন সম্পন্ন করেন। এলমে ফেকা , উছুলে ফেকা, এলমে হাদিস, উছুলে হাদিস, এলমে তাফসির, উছুলে তাফসির, এলমে হেকমত, এলমে বালাগাত, এলমে মানতেক, এলমে কালাম, এলমে মাকুলাত, এলমে হায়াত, এলমে ফালছাফা, এলমে নুজুম, ইত্যাদি উলুম ফনুনের ফাইনাল পরীক্ষায় সারা মুসলিম জাহানে "সাবয়ে সাইয়্যারাহ" (অর্থাৎ সপ্ত নক্ষত্র) উপাধি ও স্বর্ণপদকসহ শত শত পিএইচডি ডিগ্রীর সম পর্যায়ের সনদ লাভ করেন ১৯৫১ সালে। তিনি ইসলাম ধর্মসহ সকল ধর্মতত্ত্বের অগাধ জ্ঞানের অধিকারী। তাঁকে বলা হয় জ্ঞানের সমুদ্র।
মুফতিয়ে আজম মুর্শীদে বরহক গাজী সাইয়্যেদুনা সুলতান আহমদ মুহাম্মদ আবুতাহের রহমানপুরী সাহেব ক্বিবলা ১৯২২ সালের ১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে অর্থাৎ ফজরের আজানের পূর্বে রহমানপুর দরবার শরীফে মহা হাবেলীতে জন্নাতবাসী মহা সুফী সাধক জিন্দাপীর শাহ সুফী হজরত গাজী সাইয়্যেদুনা মোহাম্মদ লাল মিয়া শাহ দরবেশ (রহঃ) ও সাইয়্যেদুনা রমজানী বিবি-এর পবিত্র ঔরসে জন্ম গ্রহণ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




