স্যার মনে আছে আপনার , সেই ছোটবেলায় শেখাতেন এক একে এক ...আর আমরা কোরাস করে বলে উঠতাম এক একে এক...। নিশ্চই মনে আছে আপনার আপনি তো কোনদিন ভুলে যান নি , ভুলে যান নি প্রতিদিন ঠিক সময় মত স্কুলে আসতে ভুলে যাননি আপনার প্রতিটি সন্তানকে পিতৃস্নেহে পাঠ দান করতে ভুলে যান নি পরম মমতা নিয়ে আমাদের "সদা সত্য কথা বলিব " কিংবা "মিথ্যা বলা মহাপাপ " বা এ জাতিয় অসংখ্য হাতের লিখা ঠিক করে দিতে । কতই না কষ্টে দিন কেটেছে আপনার, মাত্র দুটো পান্জাবি পরে আপনি স্কুলে আসতেন ...আমাদের শিখিয়েছিলেন পোষাক পরিচ্ছন্ন হও্য়া বাঞ্চনিয় সেটা পুরনো হলে ক্ষতি নেই কিংবা পোষাক কম থাকলেও লজ্জা নেই , শিখিয়েছিলেন গুড়ুজনে শ্রদ্ধা ভক্তি করতে । আমাদের সেই ভাঙ্গা স্কুলঘড়ে আপনিই ছিলেন সব , আপনার দেখানো আলোতেই আমরা পথ দেখতাম স্যার ।বাবার হাত ধরে ছোটবেলায় হাটতে শিখেছি আর চলতে শিখেছি আপনার হাত ধরে , এখনও চলছি ...।
স্যার আজ আমরা বড় হয়েছি , অনেক অনেক টাকা বেতনের চকরি করছি অনেকেই । ভুলে গেছি আপনাদের কথা , আপনাদের পরম মমতায় শেখানো সে শিক্ষা যে শিক্ষা আমাকে মানুষ হিসেবে দাবী করার পুঁজি জোগায় ।স্যার আমাদেরকে মাফ করে দিন আমরা আপনাদের জন্য কিছুই করতে পারলাম না , পারলাম না আপনাদের পবিত্র পিঠে যারা আঘাত করেছে তাদের বলতে তোমরা তোমাদের বাবার পিঠেই আঘাত করেছো ।
স্যার ,এই মাত্র খবর পেলাম আপনাদের একজনকে মেরেই ফেললো আপনাদেরি কিছু কুলাঙ্গার সন্তান View this link ।আমদের ঋন শোধের শেষ সুযোগটাও দিলেন না স্যার , বুঝেছি স্যার আপনাদের আনেক অভিমান , আমাদের মত মহাপাপিকে ক্ষমা করবেন স্যার ,ক্ষমা করবেন স্যার......।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



