মনে পরে? সেই দিনের কথা,
যেদিন তুমি বলেছিলে, বাচঁবে না আমায় ছাড়া।
মনে পরে? সেই ক্ষনের কথা,
কাধে আমার মাথা রেখে, ভুলে যেতে ব্যাথা।
মনে আছে? সেই আহলাদি আব্দার,
“থাকো না একটু সময় আর”।
মনে পরে? সেই কাল-
যখন তুমি চুমে গাল, কথা দিয়েছিলে
পাশে থাকবে চির কাল।
মনে পরে? সেই পাগলামী,
আসিনি বলে আমি,
কেঁদে বুক ভাসিয়েছো তুমি।
মনে পরে? আমি বলেছিলাম,
এ তোমার ক্ষণিকের মোহ,
তুমি প্রচন্ড প্রতিবাদ করে বলেছিলে,
“আমি তোমায় ভালবাসি”
আজ দেখ, আমি জয়ী-
সে অনুভব, তোমার ক্ষণিকের মোহই ছিল।
তবে বিজয়ী হয়েও আজ আমি পরাজিত,
আমি যে তোমায় ভালবেসেছিলাম.............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



