রেপিনে মোড়া ভালোবাসা দিতে পারিনি,
তাই বলে কি আমি ভালোবাসিনি !
তোমার কোলে মাথা রেখে,
সুখের সাগরে ভাসা হয়নি,
তাই বলে কি আমি ভালোবাসিনি !
চিৎকার করে হয়তো বলা হয় নি,
“ভালোবাসি তোমায় ওগো স্বপ্নচারিনি”
তাই বলে কি আমি ভালোবাসিনি !
তোমার বন্ধুদের সামনে হয়তো কখোনো হাত ধরিনি,
তাই বলে কি আমি ভালোবাসিনি !
পৃথিবীর আর কেউ হয়তো বোঝেনি,
তাই বলেকি তুমিও বোঝোনি ?
.....বুঝেছ সবই, হয়তো মনে রাখোনি,
হয়তো প্রতিদান দেয়ার ভয়ে, স্বীকার করোনি।
প্রতিদান চাই না, শুধু বলতে চাই,
এখনো ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



