আমি তোমাকে বলেছিলাম,
তুমি আমার চোঁখে-
পৃথিবীর সবচাইতে সুন্দরী।
তুমি হয়তো বিশ্বাস করোনিই।
তোমাকে ঢেকে রেখেছিলাম,
পৃথিবীর হাজারো কালো ছায়া থেকে।
তোমার ভালো লাগেনিই,
তুমি বুঝতে পারোনিই।
আজ তুমি যে স্বল্প বসনের অধিকারীনী হয়ে,
কুড়িয়ে বেড়াচ্ছ মন্তব্য,
আর তোমার সৌন্দর্যের নানা মাত্রার বর্ণনা,
কিছু হয়তো ভালো লাগে তার, কিছু হয়তো মন্দ।
নির্বোধ নারী এইটুকুকি বোঝনা! এ তোমার গৌরব নয় কলঙ্ক!
আমি জানি তুমি কতটা নিঃষ্পাপ, কতটা পবিত্র,
কিন্তু তুমি জানোনা, পৃথিবী কতটা জঘন্য।
যতই তুমি নিজেকে ধরে রাখেতে চাও,
পৃথিবী তোমাকে ছিনিয়ে নেবে,
আর তাইতো ভয় হয়, কখন যানি তুমি ভুল করে হারিয় যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



