আমার মনে হচ্ছে আমরা তুলনা করার যোগ্যতাও দিন দিন হারিয়ে ফেলছি!
আমি সাধারণত ব্লগে লিখি না, কারণ আমার সেই জন্যে যথেষ্ট যোগ্যতা নেই, সুতরাং আমি ব্লগে সবার লেখা পড়তেই সাধারণত আসি। কিন্তু আজকে একটা কথা খুব দুঃখের সাথে খেয়াল করছি যারাই ভারতের চন্দ্রাভিযান নিয়ে লিখেছেন তারা সাবাই আমাদের দেশের বিজ্ঞানীদের জ্ঞানের বর্ণনা দিচ্ছেন - গোস্তের মধ্যে আল্লাহ্ নাম, চাঁদে সাইদির ছবি এই সব বলে। আমি অবাক হচ্ছি এই ভেবে (যদিও সবাই জানে যে এই কথাগুলো আমাদের বিজ্ঞানীদের কোনো রিসার্চ রেজাল্ট না) এই দুটো ব্যপার কি তুলনা করার যোগ্য?
কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি!
আমরা এখনো অনেক কিছুই করতে পারি নি, একথা তো সত্য কিন্তু এগুলো নিয়ে গঠন মূলক সমালোচনা আমরা বিজ্ঞ ব্লগারদের থেকে আশা করি।
ইদানিং একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে, যাই হোক না কেন? সাথে ধর্মীও (বিশেষ করে ইসলাম) ব্যপারটা একটু জুড়ে দিলেই মনে হয় প্রগতিশীল কাতারে উঠে আসালাম!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



