
ছবিঃ আমার তোলা।
১। অনেক বছর আগের কথা।
রাত ৮ টায় বেইলী রোডে দাঁড়িয়ে আছি। হঠাত দেখি আমার পাশে দাঁড়িয়ে একটি মেয়ে খুব কাঁদছে। চারপাশের লাইটের আলোতে মেয়েটির কান্না ভেজা মুখ ঝকমক করছে। যেন জল রঙ এ আকা ছবি। খুব'ই রুপসী মেয়ে! সাদা শাড়ি পরা। শাড়ির সাথে মিল রেখে কানে দুল। কপালে টিপ, চোখে মোটা করে কাজল, আর দুই হাত ভরতি কাচের চুড়ি। মেয়েটি চোখ ভরতি পানি টপ টপ করে পড়ছে। আমার ইচ্ছা করলো মেয়েটির চোখের পানি মুছে দেই। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। আমার সামনে একটি মেয়ে কান্না করবে তা তো হতে পারে না। শেষমেষ মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল। আমরা একসাথে ডিনার করলাম। অনেকক্ষন রিকশা করে ঘুরলাম। বেইলী রোড থেকে নীলক্ষেত গেলাম। মুখস্ত করা সব কবিতা শুনিয়ে দিলাম। কবিতা শুনে কেউ হাসে? কিন্তু মেয়েটি খুব হাসলো!
২। সিঙ্গারা আলুকে বলছে, ওরা যখন আমায় গরম তেলে ভাজে তখন আমি তোমাকে Cover করি। কারণ I Love u....
আলু সিঙ্গারাকে বলছে, ওরা যখন তোমায় সাথে সাথে মুখে নেয় তখন আমি তাদের জিভ পুরিয়ে দেই। কারণ I Love u...
৩। কেউ বলেন, আমি ডাক্তার হবো, সাংবাদিক হবো, সাহিত্যিক হবো, কবি হবো, ব্যাবসায়ী হবো, আলোকচিত্রী হবো- সবাই অনেক কিছুই হতে চায় কিন্তু কেউ ভালো মানূষ হতে চায় না। আসলে, ভালো মানুষ না হলে যে কিছুই হওয়া যায় না- সেটা কেউ বুঝতে চায় না।
৪। এক প্রেমিক আর প্রেমিকা লং ড্রাইভ এ যাচ্ছে তখন প্রেমিকা বললঃ তুমি কি এক হাতে গাড়ি চালাতে পার?
ছেলেঃ গর্বের সাথে (কিছুটা খুশিও) অবশ্যই!!!!
প্রেমিকাঃ তাহলে তোমার নাক টা একটু পরিস্কার করে নাও!!!
৫। রবীন্দ্রনাথ একগামীতাকে প্রমোট করেছেন, নৌকাডুবিতে তিনি স্বামী স্ত্রীর ভেতরে প্রণয় তৈরি করেছেন কিন্তু তারপরও তারা উভয়েই পরস্পরের প্রতি টান উপেক্ষা করে না দেখা স্ত্রী এবং না দেখা স্বামীর প্রতি প্রনয়াসক্ত হয়েছে, খুবই অস্বাভাবিক হলেও বরীন্দ্রনাথ বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন।
শরৎচন্দ্র দেবদাসে নতুন ধরণের একটা সম্পর্কের ধারণা তৈরি করেছেন, বিরহের ধারণা তৈরি করলেন, এখানে সবাই সবাইকে ভালোবাসে কিন্তু কেউ কারো কাছে আসে না, দেব ভালোবাসে যাকে সে অন্য একজনের বিবাহিত স্ত্রী, দেবকে ভালোবাসে একজন বাঈজী, সবাই প্রচন্ড প্রেম প্রকাশ করছে কিন্তু এই আবেগি ও প্রেমের উপস্থাপনের বাইরে এখানে প্রকাশ্য যৌনতার কারসাজি নেই।মানিক সীমিত পরিসরে যৌনতাকে প্রাধন্য দিয়ে উপন্যাস লিখেছেন কিন্তু আমাদের মধ্যবিত্ত সমাজে যেসব লেখক মূলত আমাদের মানসিক গঠনটি তৈরি করেছেন তারা তাদের চরিত্র গুলোকে কামরহিত এক ধরণের বহ্মচারী সাধু হিসেবে উপস্থাপন করেছেন।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




