
১। দেশের যা অবস্থা, কবুতরের পায়ে বান্দা চিঠি ছাড়া আর কোনো মাধ্যমেই বিশ্বাস রাখা যাচ্ছে না।
২। ডা. মুরাদের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত, দল বা সরকারের নয়: ওবায়দুল কাদের।
৩। মন্ত্রীদের বক্তব্য কেন ব্যক্তিগত হবে? তার দায় কেন সরকার নেবেনা?
৪। কেন জানি বৃষ্টি দেখলেই আমার মন খারাপ হয়, উপরন্তু একটি ফোনালাপের ক্লিপিং শুনে এখন শুধু বমি হয়।
৫। মানির মান যেমন জুতা দিয়া পিটাইলেও যায় না। তেমনি অডিও ফাস হইলেও যাইব না।
৬। মন্ত্রী মুরাদের কন্ঠ নকল করে মাহিকে ফোন করেছিলো তারেক জিয়া।
৭। এমন আরো অসংখ্য নোংরা ঘটনা পর্দার আড়ালে লুকিয়ে আছে, যা পরিচ্ছন্ন চিরুনি অভিযান চালালে বেরিয়ে আসবে।
৮। পুলিশ সহ রাষ্ট্রের বাহিনীকে ব্যবহার করে এরা যে কত না জানা জঘন্য অপরাধ করেছে আল্লাহ জানে।
৯। পাগল বা উন্মাদ বলে বলে উনার অপরাধকে খাটো করে দেখার কোন সুযোগ নাই।
১০। এই দেশে সবই ব্যক্তিগত; কোন দায়ভারের দুশ্চিন্তাই নেই, খুন করো, ধর্ষণ করো, দুর্নীতি করো- সবই ব্যক্তিগত। এটাই বাঙলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সুবিধা ও অসুবিধা একইসাথে।
১১। টাকলা হারামজাদা খুব উজাই ছিলো। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
১২। এ দেশের এ ধরণের অসভ্য, নির্লজ্জ কথিত রাজনীতিবীদরা একটু সতর্ক হোক। কল রেকর্ডটা ঘুরতে থাকুক সোশ্যাল মিডিয়া জুড়ে।
১৩। তুই আইবিনা?
পুলিশ, বিজিবি, আরমি, ডিজিএফআই, এনএসআই সব পাঠাইয়া তোরে তুইলা আনমু।
১৪। এর জায়গা তো হওয়া উচিত জেলে। অথচ এই লোকটা কথায় কথায় প্রধানমন্ত্রীর দোহাই দেন, আম্মা ডাকেন আর বলেন, উনি নাকি তাঁকে সব জানিয়েই করেন!
১৫। কথিত এক নায়িকার সঙ্গে ভাইরাল অডিও তাতে স্পষ্ট—মুরাদ একজন লম্পট, নারীবিদ্ধেষী, পশ্চাদপদ, সাম্প্রদায়িক এবং মৌলবাদী। এমন ব্যক্তি পার্লামেন্ট সদস্য হয় কেমনে? তাও আবার মন্ত্রী। ঘৃণা তার জন্য। এমন ব্যক্তি রাষ্ট্রের নেতৃত্বে থাকলে জাতির কপালে আরো দুঃখ আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



