
একবার জনৈক ডাক্তার বাবু রেলওয়ে স্টেশনে নামলেন।
নেমে ‘কুলি’ ‘কুলি’ বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলেন ডাক্তার বাবুকে সাহায্য করতে। লেখক বর্ণনা করছেন যিনি এগিয়ে এলেন তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর। পায়ে সামান্য চটি। কুলি এসেছে ভেবে ডাক্তার তাঁর হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তার বাবুর পাল্কিতে পৌঁছে দিল।
ডাক্তার তাকে দুটি পয়সা দিতে হাত বাড়ালেন।
লোকটা বলল, না না, পয়সা দিতে হবে না, আপনি এতো ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছি।’
- পয়সা দিতে হবে না, তুমি কেমন কুলি হে?
আমি ঠিক কুলি নই।
- তাহলে কে?
আমি ইশ্বরচন্দ্র শর্মা। লোকে অবশ্য বিদ্যাসাগর বলেও ডাকে। জেনে শরমে মরমে মরে যান আরকি ডাক্তার। পায়ে পড়ে বলেন, এরপর থেকে আমি নিজের কাজ নিজেই করব।
(আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও অনেক মানুষের মন অবিকশিত এবং সংকুচিত থেকে যায়। বিদ্যাসাগর সেই মন ও মানসিকতার বিপরীতে গিয়ে সেই ডাক্তারের জ্ঞানচক্ষু খুলে দিয়েছিলেন।)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



