
আজ গ্রামের বাড়ি গিয়েছিলাম।
কারন আগামীকাল আব্বার প্রথম মৃত্যু বার্ষিকী। আজ শুক্রবার বলে গ্রামে মিলাদ মাহফিল হয়েছে। আগামীকাল ঢাকায় এতিমখানায় কোরআন খতম এবং মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো হবে। ঢাকা থেকে আমরা বাসার সবাই গিয়েছিলাম। ছোট কন্যা ফারাজাকে নিয়ে গিয়েছিলাম। ফারাজা এই প্রথম দাদা বাড়ি গেলো। আমাদের সব আত্মীয়স্বজন এসেছিলো। আমাদের গ্রাম কাছেই। যেতে এক ঘন্টা সময় লাগে। গ্রামে গিয়ে কিছু ছবি তুলেছি। সেই ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ছবি গুলো আমার মোবাইল দিয়েই তুলেছি। আজ কথা বাড়াবো না। ছবি দেখুন।
১।

কন্যা ও পিতা।
২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

১৭।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



