
হুমায়ূন আহমেদ একজন গ্রেট মানুষ।
বহু লেখকরা ভান ও ভনিতা করেন। কিন্তু হুমায়ূন আহমেদ একজন সহজ সরল মানুষ। তিনি লেখক হিসেবে সফল। দুই বাংলাতে তিনি দারুন জনপ্রিয়। এবং তিনি নাট্যকার হিসেবেও সফল। তার মতো নাটক বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বানাতে পারেন নি। তার নাটক মানেই রাস্তাঘাট খালি। সবাই টেলিভিশনের সামনে বসে আছে। হুমায়ূন আহমেদ নাটক নিজেই লিখতেন। নিজেই পরিচালনা করতেন।
কেউ যদি আমাকে বলেন-
হুমায়ূন আহমেদের দশটা সেরা বইয়ের নাম বলুন। আমি বিপদে পড়ে যাই। কারন হুমায়ূন আহমেদের সব লেখাই সেরা। বাংলাদেশে যত নাট্যকার আছেন, তাদের ওস্তাদ হলেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের নাটক আজও আমাকে কাঁদায়, হাসায়, ভাবায়। প্রতিটা নাটক আমি এক'শ বার করে দেখেছি। প্রতিটা নাটকের ডায়গল আমার মুখস্ত। যাই হোক, আপনাকে হুমায়ূন আহমেদের সেরা দশটি নাটকের নাম বলছি।
১। আজ রবিবার। এটা ৭ পর্বের ধারাবাহিক নাটক। খুব'ই হাসির নাটক। চমৎকার কাহিনী। চমৎকার সব ডায়লগ। দূর্দান্ত অভিনয় করেছেন শিল্পীরা।
২। অদেখা ভুবন। এটা একটা ভৌতিক সিরিইজ। অনেক গুলো গল্প দেখানো হয়। ভয়ের কিছু নেই। তবু গা ছম ছম করে। প্রতিটা গল্পের কাহিনী একেবারে অন্যরকম।
৩। চৈত্র দিনের গান। গ্রামের কাহিনী নিয়ে নাটক। এক ঘন্টার নাটক। চমৎকার কাহিনী। চমৎকার অভিনয়। নাটকটা শেষ করার পর বুকের মধ্যে হাহাকার করে ওঠে।
৪। চোর। এই নাটকটা আমার খুবই প্রিয়। মনে হয় এই নাটকটা আমি এক হাজার বার দেখে ফেলেছি।
৫। নিম ফুল। অসাধারণ একটা নাটক। এই নাটক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার স্ত্রী শাওন এঁর পরিচালনায় আবার নতুন করে করা হয়েছে। কিন্তু আমি বলব হুমায়ূন আহমেদের যেটা পরিচালনা করেছেন সেটা দেখবেন।
৬। চার দুকোনে চার। হাসির নাটক। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আমার মন খারাপ হলেই- আমি এই নাকট টি দেখি।
৭। পক্ষীরাজ। অসাধারণ একটা নাটক। হাসি আছে। দুঃখ আছে। কষ্ট আছে। হাহাকার আছে। পাওয়া না পাওয়া আছে। নাটকটি দেখুন এবং মুগ্ধ হোন।
৮। বৃক্ষ মানব। খুবই সুন্দর একটা নাটক। দশবার দেখলেও বিরক্ত লাগবে না।
৯। শওকত সাহেবের গাড়ি কেনা। অতি সাধারুন একটা নাটক। কিন্তু যতবার দেখি, তত ভালো লাগে।
১০। হাবলংগের বাজারে। দারুন নাটক। হাসতে হাসতে ভিষম খাবেন।
উপরের দশটি নাটক ইউটিউবে পেয়ে যাবেন। দেখুন। ভালো না লাগলে আমারে গালি দিয়েন। ও ভালো কথা, 'উড়ে যায় বক পক্ষী' ধারাবাহিক নাটকটা অবশ্যই দেখবেন। 'সৌরভ' নামে একটা নাটক আছে। সেটাও দেখবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




