
স্বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে?
স্বামীঃ অফিসের ছাদ ভেঙে পড়ে সকলেই মারা গেছে।
বৌঃ সর্বনাশ, সেকি। তোমার কিছু হয়নি তো?
স্বামীঃ আমি তখন বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম।
বৌঃ আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
সন্ধ্যার সময় টিভি চালিয়ে বৌ শুনলো, যারা মারা গেছে তাদের পরিবারকে সরকার ৩০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন।
বৌঃ কতবার বলেছি সিগারেট ছেড়ে দাও, আমার কোনও কথাই তো শুনবে না। জ্বালিয়ে খেলে আমাকে সারাটা জীবন।
তারপর কেটে গেছে বেশ কিছুদিন....
বেশ কিছু দিন পর স্বামী আবার অফিস থেকে ফিরে এসে চুপচাপ বসে আছে, বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে? এত চুপচাপ কেন?
স্বামীঃ আর বলো না, আমাদের অনেককেই চিটাগাং, বান্দরবন বদলি করে দিয়েছে।
বৌঃ কেন?
স্বামীঃ এটা শাস্তির বদলি।
বৌঃ শাস্তি কেন?
স্বামীঃ অফিসে সিগারেট খাওয়ার অপরাধে।
বৌঃ ও..... যাক, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব, বরং তোমার একটু বাইরে ঘোরা হবে।
স্বামীঃ শুধু তো বদলি নয়, আরও শাস্তি স্বরূপ সরকার ঠিক করেছে ওদের সেলারি ওদের হাতে না দিয়ে ওদের বৌদের হাতে তুলে দেওয়া হবে।
বৌঃ খুশিতে, হায় হায়!! তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক মত টাকা রেখে দিবো।
স্বামীঃ তা কি করে হবে, তোমার আপত্তির জন্য আমি তো কবেই সিগারেট ছেড়ে দিয়েছি।
বৌঃ হায়রে পোড়া কপাল আমার, তুমি একটা আস্ত কাপুরুষ, নাহলে কেউ বৌয়ের কথায় ওঠবস করে?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




