
১২ বছরের বেশি সময় ধরে সামুতে আছি।
এই দীর্ঘদিন টিকে থাকা সহজ কথা নয়। এমন না যে মাঝখানে ৩ বা ৫ বছর ছিলাম না। আমি এক টানা ১২ বছর ধরেই সামুতে আছি। আমি একজন একটিভ ব্লগার। ব্লগ জীবনে বহু অপব্লগার দেখেছি। তাঁরা আমাকে সামু থেকে তাড়াতে পারে নাই। বরং তারাই পালিয়েছে। কয়েক বছর পরপর'ই কিছু অপব্লগার তৈরি হয়। আমি জানি, মন্দ লোক নবিজির দেশেও আছে। আমার ব্লগ পরিসংখ্যান হিসাবে এখন পর্যন্ত সামুতে আমিই সেরা। এখন পর্যন্ত কেউ আমার ধারে কাছে আসতে পারেন নাই। তবে চাঁদগাজী এতদিনে মন্তব্য পাওয়া এবং মন্তব্য করাতে আমাকে ছাড়িয়ে যেতেন। কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছে কতিপয় অপব্লগাদের কারনে। ইহা দুঃখজনক। আমি এক লাখের উপরে মন্তব্য করেছি। যা এখন পর্যন্ত কেউ পারেন নি। ৮০ হাজারের উপরে মন্তব্য পেয়েছি। যা কেউ এখন পর্যন্ত পায় নি। আমি থেমে গেলেই অনেকে আমাকে ছাড়িয়ে যেতে পারবেন। সেটাই অপব্লগারগন চাচ্ছে। সেই সুযোগ আমি তাদের স্বেচ্ছায় দিয়ে গেলাম। যেখানে আমাকে কেউ পছন্দ করে না, সেখানে আমি কেন থাকব?
সামুতে 'আর...' নামে এক ছাগল আছে।
আমার ধারনা সে মানসিক প্রতিবন্ধী। তার জন্য আমার করুনা হয়। আমার পেছনে সে যথেষ্ঠ সময় ব্যয় করেছে। 'আর...' ছাড়াও আরো তিনজন আছেন আমার পেছনে সময় ব্যয় করেন। অথচ সামুতে আমাকে অনুসরন করা ব্লগারের সংখ্যা ৭শ'র উপরে। এই ৭শ' লোক কি গাধা? আমার মতো নগন্য ব্লগারকে অনুসরন করছেন! সামুতে আমার চার হাজারের উপরে পোষ্ট আছে। যা আমার রেকর্ড। আমি সামু ছেড়ে চলে গেলেও- এই রেকর্ড ভাঙতে অনেকের বেশ বেগ পেতে হবে। সব কিছু মিলিয়ে সামুতে এখন পর্যন্ত আমিই সেরা। না আমি গর্ব করছি না। অহংকারও করছি না। যদিও সেরাদের সেরা হলেন চাঁদগাজী। তাকে জোরজবস্তি থামিয়ে দেওয়া হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। যারা একাজ করেছেন, এজন্য তাদের অবশ্যই কোনো একদিন জবাবদিহি করতে হতে পারে। চাঁদগাজীর মতোন এখন আমাকেও থামিয়ে দেওয়ার জন্য কয়েকজন অপব্লগার উঠেপরে লেগেছেন। আপনারা থামুন। আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। আপনারা ভালো থাকুন। মন দিয়ে ব্লগিং করুণ। আপনাদের জন্য শুভ কামনা রইলো।
'... মফিজ' নামে একজন অপব্লগার আছেন।
এটা তো দারুন বেয়াদপ এবং অসভ্য। উনার ভাষা শুনলে মনে হয়- উনি বস্তিতে বড় হয়েছেন। আমার ব্লগার জীবনে আমি সকল ব্লগারকে শ্রদ্ধা করেছি। কিন্তু কয়েকজন অপব্লগার ইদানিং অতি মাত্রায় উজাইছে। অথচ ব্লগটিম চুপ আছে। তাই তাদের বিরুদ্ধে আজ আমাকে লিখতে হচ্ছে। আমি লিখতে বাধ্য হচ্ছি। 'জ্যাক...' নামে আরেক অপব্লগার আছে। ভয়াবহ ইতর টাইপ লোক। অথচ আমি সারা জীবন ইতর থেকে দূরে থাকতে চেয়েছি। যেহেতু আমি সামু থেকে বিদায় নেবো। তাই আজ অপব্লগারদের কথা সবাইকে জানিয়ে যাবো। আমি থাকবো না। আমার লেখা থাকবে। ভবিষ্যৎ ব্লগারগন অপব্লগারদের চিনে রাখুক। এজন্যই আজ আমার এই শেষ লেখা। 'অপু তানভীর' নামে এক সাইকো আছে। নিজেকে সে বিরাট পন্ডিত মনে করে। এই সাইকো'র ধারনা সমস্ত মেয়েরা তার উপর ক্রাশ খাইছে। অপু তানভীর একজন ভয়াবহ অপব্লগার। মানসিকতা নর্দমার কীট টাইপ। 'জটিলভাই' নামে এক পিশাচ আছে। সেও ভয়াবহ অপব্লগার। ডাস্টিবনের ময়লার গন্ধও তার থেকে ভালো। তার লেখার চেয়ে ঘোড়ার মুত উন্নত। এছাড়া আরো দুজন নারী অপব্লগার আছেন। নারীদের আমি সম্মান করি। তাই তাদের নাম উল্লেখ করলাম না। অতীতেও কিছু অপব্লগার ছিলো। তাঁরা ব্যর্থ হয়ে ফিরে গেছে। এখন তাদের কোনো খোজ খবর নেই। এখন যারা অপব্লগার আছেন, তারাও পালাবে। কিন্তু জলঘোলা করে। এটা আমি জানি।
যাই হোক, আমাকে সামু থেকে বিদায় নিতে হচ্ছে।
এত এত অপব্লগার এঁর মাঝে আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে। আমি সব সময় ভালো মানুষদের সাথে থাকতে চেয়েছি। অমানুষদের সাথে না। আমি শুধু সামুতে না আরো অনেক জাগায় লেখালেখি করি। সেখানে আমার বেশ সুনাম আছে। বেশ জনপ্রিয় আমি। তাঁরা আমার লেখা মুগ্ধ হয়ে পড়েন। আমাকে অনুসরন করেন। সেসব খোজ কি রাখেন? তাঁরা আমার লেখার ভক্ত। সেসব খবর কেন রাখেন না? অপব্লগারদের বলবো, আমার সেই লেখা গুলো কি আপনাদের চোখে পড়ে না? খোজ নিন। জানুন। সেই সমস্ত লেখা আপনারাও পড়েন। তাহলে আপনাদের মানসিকতা উন্নত হবে। যেহেতু আমি বিদায় নিচ্ছি। একটা ফেয়ারওয়েল দেন। দীর্ঘদিন যেহেতু আপনাদের সাথে ছিলাম। যাওয়ার সময় নরম কিছু কথা বলার নিয়ম। আমাকে ক্ষমা করবেন। ভুল ত্রুটি যা করেছি নিজগুনে ক্ষমা করে দিবেন। যদিও আপনারাও আমাকে যথেষ্ঠ অপমান অবহেলা করেছেন। পাগল, ছাগল, চোর, ডাকাত, বেকার, মানসিক রোগী ইত্যাদি বহু বহু বাজে কথা বলেছেন দিনের পর দিন। এবং ব্লগটিম সে জন্য আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নি। আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি।
তবে এই পোষ্টে যে সমস্ত অপব্লগারদের কথা বলেছি-
ব্লগটিমের একবার ভাবা উচিৎ। এই গুটিকয়েক অপব্লবগার সামুতে না থাকলে সামুর জন্য ভালো হবে। এরা সামুর বারোটা বাজাচ্ছে। সামুর পরিবেশ নষ্ট করেছে, তাদের নষ্ট মানসিকতা দিয়ে। ইহা সত্য। এই সত্য জাদিদ ভাইকে বলার ইচ্ছা আমার দীর্ঘদিন ধরে। সময় সুযোগ হচ্ছিলো না। জাদিদ ভাইকে আমি পছন্দ করি। সেই প্রথম থেকেই। আমি সামুতে না থাকলেও জাদিদ ভাইকে পছন্দ করে যাবো সব সময়। কারন টা আমি বলব না। কোনোদিন হয়তো জাদিদ ভাইকে বলব, এই ইচ্ছা আমার আছে। এরকম পোষ্ট কখনো আমাকে লিখতে হবে ভাবিনি। দুঃখ হচ্ছে আমার। কষ্ট হচ্ছে আমার।
শেষ কথা হলো- আপনারা যদি ভেবে থাকেন, আমি সামু থেকে বিদায় নেবো। তাহলে ভুল ভেবেছেন। আমি সামু থেকে বিদায় নেবো না। গুটিকয়েক ইদুরের জন্য আমি কেন সামুতে থাকব না। আমি আজন্ম হিরো। হিরো'রা হার মানে না। অপব্লগারদের আমি সেই সুযোগ দেবো না। নো নেভার। আমি আছি। আমি থাকবো। জয় বাংলা। কেমন দিলাম?
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




