
নীরা, নীরা আমার কথা শোনো।
তুমি নিষ্ঠুর নও। তুমি কোমল। তোমাকে যে আমি আমার মনের মধ্যে রেখে দিয়েছি।
অর্জুন আমি জানি তুমি এক বিশাল পুরুষ। শক্তিমান। কিন্তু তোমার চোখ দেখে বুঝা যায়, তোমার মধ্যে বৈরাগ্য আছে।
এসব তোমার কল্পনা নীরা। ঠিক আছে তুমি তোমার কাজ করো। আমি তোমাকে বিরক্ত করবো না। শুধু বসে থাকব। তোমাকে জ্বালাবো না। শুধু আনমনা করে দেব তোমায়।
অর্জুন তুমি আলোতে যাও।
পৃথিবীর রুপ, নির্যাস আর আনন্দ উপভোগ করো। বৃথা সময় নষ্ট করো না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি যাচ্ছি অর্জুন।
তুমি যেও না নীরা। আমার ভীষণ কষ্ট হয়। আমার কথা শেষ হয়নি। আজ তোমাকে একটা কথা মানতেই হবে।
তাড়াতাড়ি বলো অর্জুন।
তাড়াতাড়ি বলার মতো কথা নয়। তাড়া দিলে হবে না। আমার পাশে চুপটি করে বসো।
এই কাছে এলাম। এবার বলো।
আমার বুকে হাত রাখো।
কি পাগলামি করছো!
পাগলামি নয় গো, এ ভালোবাসা।
আহ তোমার গায়ে কি ভীষণ মিষ্টি গন্ধ!
এই যে তুমি আজ সেজেছো।
নিশ্চয়ই আমার জন্য। চুন্ডি শাড়িতে তোমাকে দারুণ মানিয়েছে। কি সুন্দর করেই না চোখে কাজল দিয়েছো! কপালে ছোট্ট একটা টিপ। এমন রুপ ভালো না বেসে পারি!
কি বলবে বলো অর্জুন।
আমি তোমাকে চাই। সবটুকু চাই। তবেই আমার মুক্তি ঘটবে। প্লীজ কৃপনতা করো না। স্বার্থপরতা দেখিও না। নিজেকে উজার করে আমাকে দাও। তোমার বুকে মাথা রাখতে দাও। হাজার টা চুমু দিতে দাও। তোমার ঐশর্য্য উপভোগ করতে দাও। সাতার কাটতে দাও তোমার বাগানে। সৌরভ নিতে দাও।
চুপ করো অর্জুন। কি করে সবটুকু তোমাকে দেই!
আমি তো ডাকাত নই নীরা। তুমি আমার দেবী। আমি তোমার কাছে প্রার্থনা করছি। জোরজবদস্তি তো করছি না। তোমার অঢেল আছে। আমি শুধু উপভোগ করবো। তবেই আমি ভালো থাকবো কিছুদিন।
অর্জুন আমার বড় ভয় করে।
কিসের ভয় নীরা? এই তো আমি তোমার পাশে রয়েছি। বারবার গোপনে তোমার কাছে আসবো আমৃত্যু। একি তোমার চোখে পানি!
অর্জুন তুমি রবীন্দ্রনাথের কোনো চরিত্র নও। আমিও রামায়ন-মহাভারত থেকে আসিনি
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




