
আমার অপবাদের শেষ নেই।
আমার দোষের নেই। ভাইরা বলে, আমি স্বার্থপর। স্ত্রী বলে, আমি বোকা। মা বলে আমি অলস। বন্ধুরাও আমাকে নানান রকম অন্দমন্দ কথা বলে। অনেকে বলে আমি নাস্তিক। অনেকে বলে আমি জাহান্নামী। অনেকে বলে আমি নিজেকে খুব জ্ঞানী ভাবি। কেউ বলে, আমি সকালে এক কথা বলি, বিকেলে আরেক কথা বলি। মানুষের মুখ আছে, মানুষ বলতে থাকুক। বলে সুখ পাক। আমি আমার কাজ করে যাবো। লিখে যাবো, পড়ে যাবো। জীবনটা উপভোগ করবো। ঝগড়া করতে পারবো না। ভ্রমন করবো, মুভি দেখবো। আড্ডা দিবো। পুকুরে ছিপ ফেলে বসে থাকবো।
আমি প্রচুর পড়ি। প্রচুর লিখি।
ব্লগে ৩/৪ লোক আমাকে অপবাদ দিয়েছে আমি কপিপেস্ট করি। এগুলো শুধুই ওদের অপবাদ। পুরোপুরি সত্য কথা নয়। মূলত হিংসা থেকে ওরা এসব কথা আমাকে বলে। এবং এসব কথা ছড়ায়। মূলত এখন পর্যন্ত আমিই ব্লগে সেরা। না অহংকার দেখাচ্ছি না। অত্যন্ত বিনয়ের সাথেই বলছি। ব্লগে আমিই সেরা। অপবাদ দিয়ে আমাকে থামাতে পারবে না। আমি আমার কাজ করেই যাবো। দুষ্টলোকদের কথা আমি কানে নিই না। কারন আমি জানি নবিজির দেশেও দুষ্টলোক আছে। তাঁরা আমার নামে জিকির তুলে ফেলুক। আমাকে গালি দিতে দিতে গলা শুকিয়ে ফেলুক। আমার কি? আমার কিছু না।
আমি নাকি বাপের টাকায় ফুটানী করি।
কাম কাজ কিছু করি না। আরেহ ভাই এটা তো স্বাভাবিক। আমার বাবা আমার জন্য টাকা রেখে গেছে। সেই টাকা গুলো কি করবো? রাস্তায় ফেলে দিবো? সেই টাকা দিয়ে বিলাসিতা করি। এখানে ফুটানির কি আছে? আমিও আমার কন্যার জন্য অনেক টাকা রেখে যাবো। বাংলাদেশে চাকরী করে আরাম নাই। মানুষ গুলো বদ। অফিস পলিটিক্সকে আমি ঘৃণা করি। মাস শেষে কয়টা টাকার জন্য একদল অমানুষের সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। আমি বহু কিছু ছাইড়া আসা লোক। লোকে যা খুশি আমাকে বলুক। আমি তো জানি আমার দুনিয়া সহজ সরল সুন্দর। আনন্দময়।
আমি তসলিমা নাসরিনকে সাপোর্ট করি।
বোন ডাকি- এটাও নাকি আমার ফাজলামো। আসলে যারা আমাকে দেখতে পারে না, তাদের চোখে আমি খারাপ। শয়তান। মিথ্যাবাদী। আমি যা-ই করি সেটা থেকেই তাঁরা ভুল ত্রুটি খুঁজে বের করে। আমার নামে কুৎসা রটায়। ওদের আমি ক্ষমা করে দেই। এমনিতেই আমি বড় হৃদয়ের মানুষ। কারন ওরা দুঃখী মানুষ। মনের দুঃখে ওরা উলটা পালটা বকে। বকুক। বকে শান্তি পাক। আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি সব কিছু মিলিয়ে বেশ আছি। আর কতদিন বাঁচবো? ৩৫ বছর চলছে। আর ৩৫ বছর কি বেঁচে থাকবো? এখন বুদ্ধিমানের কাজ হবে জাস্ট জীবনটা উপভোগ করে যাওয়া।
ব্লগে ৪/৫ আমার পিছনে উঠেপড়ে লেগেছে।
তাঁরা চায় আমাকে ব্লগ থেকে বের করে দিতে। অযুহাত হিসেবে তাঁরা বলছে, আমি কপি পেস্ট করি। কথাটা ভুল। যে লিখতে জানে সে কেন কপিপেস্ট করবে? আসলে ওরা আমার লেখা দেখে অবাক। কারন ওরা আমার মতো লিখতে জানে না। তার মানে এই না যে আমি খুব ভালো লিখি। কিন্তু ওদের চেয়ে ভালো লিখি। আসলে লেখালিখি দুষ্ট ও অসৎ মানুষদের কাজ নয়। লেখালেখি করতে হলে উদার হতে হয়, ভালো মানুষ হতে হয়। ক্ষুদ্রতা, সংকীর্নতা নিয়ে লেখালেখি করা যায় না। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা জ্ঞান সঞ্চয় করো। নিজেকে সাজাও। দক্ষতা অর্জন করো।
আমার বিরুদ্ধে যতই অপবাদ থাকুক, আমি জানি আমি কি।
আমি জানি আমার ভালোত্ব কতটুকু, মেধা কতটুকু। সততা কতটুকু। কাজেই ওরা কিছু বললে আমার গায়ে লাগে না। ওদের কথা আমি কানে নেই না। আমার দুনিয়া সুন্দর। সহজ সরল। কারন আমি একজন সৎ মানুষ। মহৎ মানুষ এবং মানবিক মানুষ। আমি অন্যের ক্ষতির চিন্তা করি না। বরং আমি মানুষকে ভালোবাসতে জানি। অসহায় মানুষের পাশে থাকতে জানি। এক আকাশ ভালোবাসা নিয়ে মানুষকে বুকে জড়িয়ে ধরতে জানি। মানুষের প্রতি আমার ভালোবাসা মাদার তেরেসার মতোন নয়। কিন্তু তার চেয়ে কমও নয়। সসবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২২ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



