somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কে বেশি জ্ঞানী, যে বেশি প্রশ্ন করে নাকি যে উত্তর দেয়?

০৩ রা জুন, ২০২২ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার কন্যা আমাকে প্রশ্ন করে।
তার প্রশ্নের শেষ নেই। অদ্ভুত সব প্রশ্ন। আজ প্রশ্ন করলো- বাবা 'কে বেশি জ্ঞানী, যে বেশি প্রশ্ন করে নাকি যে উত্তর দেয়'? আমি তার প্রশ্ন শুনে বলি- খুব সুন্দর প্রশ্ন। খুব মজার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি এখন দিবো না। আগামীকাল দিবো। আজ আমি তোমার প্রশ্নটির উত্তর নিয়ে ভাববো। ভেবে ভেবে একটা সিদ্ধান্তে আসবো। হুট করে একটা বোকার মতো উত্তর দিয়ে দেওয়া ঠিক হবে না। কারন এই প্রশ্নের উত্তরটা অনেক জ্ঞানীগুনী লোকেরা পড়বেন। বোকার মতো উত্তর দিলে তাঁরা হাসবেন। অথবা রাগ করবেন। আমি বিশ্বাস করি- একজন জ্ঞানী ব্যাক্তি মানবতার সম্পদ, মানব জাতির সম্পদ। তাহলে একজন বোকা ব্যাক্তি কি?

ছোটবেলা আমার শিক্ষক বলতেন,
প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। আমি রাগ করবো না। আমাকে প্রশ্ন করলেই তুমি শিখতে পারবে, জানতে পারবে। প্রশ্ন না করে বোকার মতো বসে থাকলে তোমার ক্ষতি। তুমি কিছু শিখতে পারবে না। জানতে পারবে না। জানার প্রথম শর্তই হচ্ছে- প্রশ্ন করা। সাহস করে প্রশ্ন করে ফেলো। আবার এমনও শিক্ষক দেখেছি, প্রশ্ন করলে রেগে যেতেন। তবে আমি খুব প্রশ্ন করতাম। এখনও প্রশ্ন করি। আমার কৌতূহল বেশি। এদিকে ইসলাম ধর্ম বলছে, প্রশ্ন করো না। শুধু বিশ্বাস করে যাও। যীশু বলেছেন, বিশ্বাস করো। তাহলে পাবে। দেবদেবীরা বলেন, ভগবানের উপর বিশ্বাস রাখো। সব পাবে। ভগবান সব দেবে।

মানুষ প্রশ্ন করে জানার জন্য।
আর যে উত্তর দেন তিনি জানেন বলেই উত্তর দিতে পারছেন। অর্থাৎ আপাতত বলা যেতে পারে- যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনিই বেশি জ্ঞানী। অন্তত প্রশ্নকারীর চেয়ে। সব মানুষের জ্ঞান সমান হয় না। আর সব মানুষ সব কিছুতে জ্ঞানী হয় না। সুন্দর একটা প্রশ্ন করতেও জ্ঞান লাগে। ভালো জ্ঞান না থাকলে ভালো প্রশ্ন করা যায় না। ধরুন, আমার জানতে ইচ্ছা করলো আফগানিস্তানের নারীরা কেমন আছে? আপনি সুন্দর করে উত্তর দিলেন। আপনার উত্তর পেয়ে আমি মুগ্ধ! আবার আপনি আমার কাছে জানতে চাইলেন, আমস্টারডাম শহরের নারীরা কতটা স্বাধীন। সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিলাম। একেকজন একেক বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন। জ্ঞান তো জমিয়ে রাখতে হয় না। জ্ঞান বিলিয়ে দিতে হয়।

জ্ঞানী ব্যাক্তিরা কথা কম বলেন।
তাঁরা বেশী শুনেন। অবশ্য আমি বলি কম। শুনি বেশী। একটা হাদীসে পড়েছিলাম- হযরত মূসা (আঃ) এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাঁকে জিজ্ঞেস করা হলো- কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমিই সর্বাধিক জ্ঞানী। মূসা (আঃ) এর আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করে! অন্যদিকে মহামতি সক্রেটিসকে সবাই জ্ঞানী বলেই জানতেন। মানতেন। অথচ সক্রেটিস হতাশ হয়ে বলতেন- 'আপনি বা আমি, আমরা কেউই জ্ঞানী নই। তবে আপনার চেয়ে আমার জ্ঞান একটুখানি বেশি এই অর্থে যে, আমি অন্তত এতটুকু জানি যে আমি কিছুই জানি না। সত্রেটিস চমৎকার কথা বলেছেন। এই জন্যই কথায় বলে, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু অনেক ভালো। আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জংগল ভালো।

কোরআনে আল্লাহ মানুষের বহু প্রশ্নের জবাব দিয়েছেন।
হাদীসে নবীজি তার সাহাবীদের অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছেন। এমনকি নবীজি বিধর্মীদের প্রশ্নের জবাব দিতেন হাসিমুখে। ''জ্ঞানী লোকেরা কথা বলেন কারণ তাঁদের বলার কিছু আছে আর বোকারা কথা বলেন কারণ তাঁদের কিছু বলতে হবে''। এই কথা বলে গেছেন গ্রেট দার্শনিক প্লেটো। আমাদের সমাজে জ্ঞানী বা বোকা কথা বলায় কেউ কম যান না। সাধারনত মানুষ কথা বলতে ভালোবাসে। বাঁচতে হলে জানতে হয়। আর জানতে হলে অনেক অনেক প্রশ্ন করতে হয়। মানুষের জানার আগ্রহ'ই মানুষকে গুহা থেকে বের করে নিয়ে এসেছে। আজকের আধুনিক পৃথিবী মানুষের জ্ঞানের ফসল।

আমি একজন বোকা মানুষ।
লোকজন আমাকে সব সময় পচা ছেঁড়া নোট গুলো দেয়। আমি কিছু বললি না। চুপ করে নিয়ে আসি। আমার ড্রয়ার ভরতি পচা ছেঁড়া টাকা দিয়ে। অথচ আমি কাউকে কখনও ছেঁড়া পচা টাকা দেই না। আমি নিজে ঠকি অথচ কাউকে ঠকাই না। রিকশাচালক চল্লিশ টাকার ভাড়া ৮০ টাকা চাইলেও আমি ঝগড়া করি না। রাগ করির না। রেস্টুরেন্টে আমাকে ঠান্ডা রুটি বা পরোটা দিলেও আমি রাগ করি না। ঠান্ডা রুটিই হাসি মুখে খেয়ে নিই। লন্ড্রীতে কাপড় আয়রন করতে দেই। তিন দিন পর কাপড় আনতে গেলে বলে এখনও আয়রন হয়নি। আমি রাগ করি না। ক্ষমা করে দেই। মানুষকে ক্ষমা করেতে আমার ভালো লাগে।

জ্ঞান হচ্ছে আমাদের চিন্তা শক্তিকে সাহায্য করবার মাধ্যম।
প্রচলিত জ্ঞান ছাড়াও নিজের ইমেজিনেশন (চিন্তাকে) কাজে লাগাতে হবে। যেমনটি আলবার্ট আইনষ্টাইন বলেছেন, "imagination is more powerful than knowledge". মনে রাখতে হবে, "জগতে নিজের কর্মই বেচে থাকে"। দেহ এর বিলীন হলে তাই শক্তির বিলীন হবার ধারনা ভুল। একারনেই নাস্তিকতা ধারনার সীমাবদ্ধতা আছে ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২২ রাত ৩:০৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের রাজনীতি না কোটি টাকার হাতছানি...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫



১. আমি অনেক আগে ব্লগে লিখেছিলাম, বাংলাদেশে ছোট দলগুলো নিষিদ্ধ করা উচিত। উন্নত দেশের মত ২/৩ টিতে থাকাই উত্তম। কারণ, ছোট দলের নেতাদের টকশো-তে গলাবাজি করা ছাড়া আর কোন... ...বাকিটুকু পড়ুন

শক্তিশালী বোমা বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার দেয়াল, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯



ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন।

বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে... ...বাকিটুকু পড়ুন

তেল আর জল কখনো এক হয় না......

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৫



জুলাই ছিলো সাধারণ মানুষের আন্দোলন, কোন লিডার আমারে ডাইকা ২৪'এর আন্দোলনে নেয় নাই। কোন নেতার ডাকে আমি রাস্তায় যাই নাই। অথচ আন্দোলনের পর শুনি আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি মাহফুজ। জুলাই বিপ্লবের... ...বাকিটুকু পড়ুন

স্ল্যাং রেভলিউশন: ১৮+ সতর্কবার্তা ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩০


সোশ্যাল মিডিয়ায় আজকে একটা ভাইরাল ভিডিও চোখে পড়লো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য সালাউদ্দিন আম্মার গণজাগরণ মঞ্চ ৩.০ তে উপস্থিত হয়ে স্লোগান দিচ্ছেন: দেখতে পাইলে বাকশাল, শা*উয়া মা*উয়া ছিড়া ফেল/... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ হে বলবান

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০

কে আছিস বলবান!
হ্ আগুয়ান।
দে সাড়া দে ত্বরা।
ধরতে হবে হাল,বাইতে হবে তরী, অবস্থা বেসামাল।

জ্বলছে দেখ প্রাণের স্বদেশ
বিপর্যস্ত আমার প্রিয় বাংলাদেশ।
মানবিকতা, মূল্যবোধ, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির বাতিঘর।
সর্বত্র আজ... ...বাকিটুকু পড়ুন

×