
প্রতিদিন বিশ্বে চার লাখ মানুষ খুন হচ্ছে।
একবার ভেবে দেখুন চার লাখ মানুষকে হত্যা করা হচ্ছে। জীবন্ত একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে! যারা খুন করছে বেশির ভাগ সময়ই তাঁরা ধরা পরে না। যেমন দেখুন, আমাদের দেশে সাগর রুনী খুন হয়েছে। আসামী ধরা পড়েনি। এরকম বিশ্বে প্রতিদিন কোথাও না কোথাও খুন হচ্ছে'ই। কেন খুন হয় মানুষ? যারা খুন করছে কেন খুন করছে? আপনি খুন হচ্ছেন না, আমিও খুন হচ্ছি না। কিন্তু কোনো না কোণো 'মানুষ' তো খুন হচ্ছে। কেউ কাউকে খামাখা খুন করে না। খুনের পেছনে কারন থাকে, স্বার্থ থাকে, লোভ থাকে, ক্ষমতা থাকে। দুনিয়াতে বেশির ভাগ খুন হয় প্রতিশোধ নিতে গিয়ে। কেউ কাউকে খামখা খুন করে না।
ভারতের পাঞ্জাবে একলোক শুধু মানুষ হত্যা করতো।
একদম গরম পানির মধ্যে জীবন্ত মানুষকে ছেড়ে দেওয়া হতো। ছটফট করতে করতে মারা যেতো। খুনী দূর থেকে এই দৃশ্য দেখতো। বিপুল আনন্দ পেতো। ভারতে আরেক খুনী ছিলো, সে ধারালো ছুরি দিয়ে নারীদের গলা কেটে দিতো। এই কাজটা করতে সে অনেক আনন্দ পেতো। বাংলাদেশে এক খুনী ছিলো। সে মেয়েদের সাথে প্রেম করতো। তারপর সেই মেয়েকে নিয়ে বিছানায় যেতো। সেক্স করতো। তারপর মেয়েটাকে খুব কষ্ট দিয়ে খুন করতো। ছটফট করতে করতে মেয়েটা মারা যেত, খুনী এই দৃশ্য দেখে খুব মজা পেতো। কলকাতায় এক খুনী ছিলো। সে ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষকে খুন করতো। পাথর দিয়ে মাথা থেতলে দিতো।
দরিদ্র দেশ গুলোতে খুন খারাবি বেশি হয়।
বাংলাদেশে প্রচুর খুন হয়। বলতে গেলে প্রতিদিনই কোথাও না কোথাও কেউ খুন হচ্ছেই। শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েটের শিক্ষার্থীরা। গত ৫ বছরে বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে ১৬ হাজার ৯৭৪টি। ঢাকা শহরে গত ৫ বছরে খুন হয়েছে ১ হাজার ১২ জন। ধরে নিলাম, যাকে খুন করা হচ্ছে সে একজন ভয়ানক অপরাধী। তবুও তাকে খুন করা অন্যায়। তাকে শাস্তি দিবে আদালত। মনোবিজ্ঞানীরা বলেন, বড় কোনো অপরাধী বা হত্যাকারী হুট করে হত্যাকারী হয়ে যান না। জন্মগতভাবেই তাঁরা হত্যাকারী। তাঁদের ভেতরে হয়তো এই প্রবৃত্তি সুপ্ত অবস্থায় থাকে। কোনো কোনো ঘটনায় তা প্রকাশ পায়। আর তখনই ওই ব্যক্তি হত্যাকারী হয়ে ওঠেন।
বিজ্ঞান বলে, জেনেটিক প্রবণতাই একজন মানুষের হত্যাকারী হওয়ার জন্য দায়ী।
ফেরা উপন্যাসে শীর্ষেন্দু লিখেছেন- 'যারা খুন করে তার জানে না, একজন মানুষ মানে একটা জগত্। কত সম্পর্কে জড়িয়ে থাকে একটা মানুষ—বউ-বাচ্চা, মা-বাবা, ভাই-বোন, বন্ধু। ওরা তা ভুলে যায়। ওরা মারে বিচ্ছিন্ন একটা মানুষকে। সেই মার ওই লোকটাকে ছাড়িয়েও ছড়িয়ে যায়। একজন মানুষের সঙ্গে আরও কত মানুষ শেষ হয়। যারা খুন করে তারা কি তা জানে'? অপরাধ করলে শাস্তি পেতেই হয়। বহু বছর আগে যারা শেখ মুজিবকে হত্যা করেছিলো, তাঁরা শাস্তি পেয়েছে। ১৯৭১ সালে যারা রাজাকার ছিলো, বহু বছর পর তারা শাস্তি পেয়েছে। অর্থ্যাত যারাই অন্যায় করবে, তাদের শাস্তি পেতেই হবে। যতই দেরী হোক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


