
পৃথিবীর সবচেয়ে ভাল মানুষ আমি।
হ্যাঁ আমি। আপনাকে সত্য কথাটা বললাম। আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই। এমনকি আমি কারো সাথে মিথ্যা বলি নাই। যদি কারো উপকার হয় তখন আমি মিথ্যা বলি। অবশ্য আমার মিথ্যা গুলো সাদা মিথ্যা। জানেন তো মিথ্যা দুই রকমের হয়- সাদা মিথ্যা আর কালো মিথ্যা। কালো মিথ্যায় মানুষের ক্ষতি হয়। কিন্তু সাদা মিথ্যায় কারো ক্ষতি হয় না। আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা। আমি একজন ভাল মানুষ বলেই- মানুষ আমাকে ভালোবাসেন। স্নেহ করেন। কোনো মানুষই তার মন্দ দিক গুলো লুকিয়ে রাখতে পারেন না। হুটহাট প্রকাশ পেয়ে যায়'ই। ভাল মানুষ হতে বেশি কিছু লাগে না। মনের কয়েকটা ময়লা ঝেড়ে ফেলে দিলেই হয়। সত্য কথা বলতে হয়, একজন ভাল, মানবিক এবং হৃদয়বান মানুষ হতে হয়।
ছোটবেলা থেকেই আমি ভাল মানুষ।
সহজ সরল ভাল মানুষ। ছোটবেলায় যখন রাস্তায় খেলা করতাম। তখন কয়েকজন দুষ্ট ছেলে বিনা কারনে আমাকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিতো। আমি নিজে নিজে অনেক কষ্ট করে ড্রেন থেকে উঠতাম। গায়ে লেগে থাকতো ময়লা আবর্জনা। কিন্তু যে আমাকে ধাক্কা দিয়েছে তাকে কিছু বলতাম না। ক্ষমা করে দিতাম। সৃষ্টির সেরা জীবকে ক্ষমা করে দিতে আমার ভাল লাগে। নিজেকে তখন মহৎ বলে মনে হয়। স্কুলে আমার পাশে এক দুষ্ট মেয়ে বসতো। মেয়েটা খুব সুন্দর ছিলো। প্রতিদিন মেয়েটা আমার টিফিন খেয়ে ফেলতো। আমি তাকে কিছুই বলতাম না। ক্ষুধায় কষ্ট করতাম। নিজে না খেয়ে আমি অন্যের হাসিমুখ দেখতে বেশি পছন্দ করি। আমার দুনিয়ায় কোনো জটিলতা কুটিলতা নেই। আমার দুনিয়া হলো সহজ সরল ও আনন্দময়। আমি কখনই শুধু নিজে ভাল থাকতে চাই না, আমি আশেপাশের সকলকে নিয়ে ভাল থাকতে চাই।
যখন আমি কিশোর। মাঠে ফুটবল খেলতাম।
কেউ আমার পায়ে বল দিতো না। আমি শুধু সারা মাঠ দৌড়ে বেড়াতাম। আমি সারা মাঠ দৌড়ে খেলা প্লেয়ার। অথচ আমাকে গোলকিপার বানিয়ে দেওয়া হতো। যখন ক্রিকেট খেলতাম- ব্যাট আর হাতে পেতাম না। শুধু মাঠে দৌড় দিতে দিতেই সন্ধ্যা হয়ে যেতো। আমার সাথে অন্যায় করা হতো। আমি চুপ করে থাকতাম। সহ্য করে যেতাম। মুরুব্বীরা বলেন, 'কয় জন বড় না, সয় জন বড়'। এজন্য আমি শুধু সহ্য করে গিয়েছি। সহ্য করে-করে এখন আমি সহনশীল হয়ে গেছি। রেগে যাই না। চিৎকার চ্যাঁচামেচি করি না। হতাশ হই না। সবার আগে স্কুলে গিয়েও আমি প্রথম বেঞ্চে বসতে পারতাম না। আমাকে পেছনের বেঞ্চে বসতে হতো। সারাটা জীবন আমি কিছু না পেতে-পেতে ধরেই নিয়েছি না পাওয়াই আমার নিয়তি। এজন্য আমার কোনো দুঃখবোধ নেই। যে মানুষ অন্যের ক্ষরি করে না, অন্যের ক্ষতির চিন্তা করে না- দুনিয়াতে তার ক্ষতি কেউ করতে পারে না। দিন শেষে তারাই জয়ী হয়। আমি 'ছাড়' দেই। ছাড় দিতে পারাটা অনেক বর একটা গুণ,। এই গুণ আমি আয়ত্ত করেতে পেরেছি।
আমি জানি আমার দুনিয়া সুন্দর।
সহজ সরল। আমি অনেক গুলো বিয়ে করেনি। স্ত্রীর সম্পদ দখল করিনি। মানুষকে বোকা বানিয়ে, আড়ালে হাসিনি। যুদ্ধ করিনি। দুর্নীতি করিনি। কোনো দাসদাসী রাখিনি। কথায় কথায় বানী প্রসব করিনি। মহাকাশে যাইনি। কারো ধনসম্পদ লুট করিনি। খুন করিনি। ধর্ষন করিনি। রাস্তায় কলার খোসা ছুড়ে ফেলিনি। রাস্তাঘাটে মেয়েদের দিকে কুৎসিত ভাবে তাকাইনি। পৃথিবীতে ভাল মানুষ অনেক আছে। এরিস্টটল আছেন, পীথাগোরাস আছেন, আইনস্টান আছেন, রবীন্দ্রনাথ আছেন, মাদার তেরেসা আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, মহাত্মা গান্ধী আছেন, গোর্কী আছেন, কার্ল মার্কস আছেন, রুমী আছেন, নেলসন ম্যান্ডেলা আছেন, থমাস কার্লাইল আছেন, লাউ ঝু আঁচেন, প্লেটো আছেন। 'হুতুম প্যাচার নকশা' বইয়ের লেখক একজন ভাল মানুষ। লেখলের নামটা এই মুহুর্তে মনে করতে পারছি না। সম্ভবর কালী প্রসন্ন সিংহ হতে পারে। দুনিয়াতে বহু খারাপ মানুষও আছেন। এদের মধ্যে সবচেয়ে খারাপ ধর্মগুরুরা। নেশাদ্রব্য বিক্রিকারীরা এবং নারী পাচার কারীরা। এরা সমাজের মন্দ কাজ গুলো করে থাকে। খুন, ধর্ষন থেকে শুরু করে সব কিছু।
আমি ধর্ম নিয়ে ব্যবসা করি নাই।
মানুষকে বোকা বানিয়ে আরাম আয়েশ করি নাই। আমি মানুষকে দোজকের ভয় দেখাই না। এমনকি জান্নাতের লোভ দেখাই না। আমি সমস্ত নারীদের সম্মান করি। এমনকি আমার বাসায় যে মহিলা কাজ করেন তাকেও আমি সম্মান করি। আমাদের এলাকায় গার্মেন্সের কয়েকেটা মেয়ে আছে। তাদেরও আমি সম্মান করি। আমি কখনও মানুষকে আঘাত দিয়ে কথ বলি না। কখনও বলি নাই- ওর চোখ উপড়ে ফেলো। বলি নাই- ও বির্ধমী ওরে কতল করো। আমার জীবন সহজ সরল সুন্দর। এবং আনন্দময়। যারা অন্যের ক্ষতি করে না, সমাজের ক্ষতি করে না- তারাই মুলত ভাল মানুষ। আমি মাদার তেরেসা নই, কিন্তু মানুষের প্রতি আমার ভালোবাসা মাদার তেরেসার চেয়ে কম নয়। আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমি লিখতে জানি। লিখে লিখে হলেও আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমার মধ্যে কোনো কুসংস্কার নেই। নেই কোনো গোঁড়ামি। আমি একজন আধুনিক মানুষ। আমার চিন্তা ভাবনা উন্নত। আমি বিজ্ঞানমনস্ক মানুষ। মুক্তমনা।
আমার স্ত্রী বলেন, আমি একজন ভাল মানুষ।
আমি নিজেও জানি আমি ভাল মানুষ। অন্যের চেয়ে আমি আমার নিজেকে ভাল চিনি। সব মানুষ'ই নিজেকে ভাল চিনে। আমি কুকুরের লেজ বিশেষজ্ঞ না। আমি মানুষকে চোর বলি না। মানুষের গীবত করি না। কাউকে মিথ্যা অপবাদ দেই না। আমি কাউকে এরশাদ বলি না। যারা মন্দ কথা বলে, মিথ্যা কথা বলে আমি তাদের গালি দেই না। দোষ দেই না। শুধু তাদের মঙ্গল কামনা করি। শুধু মাত্র আমার বাবা ছাড়া আমি জীবনে কারো কাছ থেকে একটা টাকা নেইনি। বরং মানুষকে দিয়েছি। সেই টাকা অনেকেই ফেরত দেয়নি। আমিও চাইনি। আমি বিশ্বাস করি শুধু কোরআন আর হাদীস পড়লেই হবে না। এর বাইরেও হাজার হাজার, লাখ লাখ গ্রন্থ আছে। সেগুলো পড়তে হবে। আমল, নেকি, সোয়াব, ফজিলত ইত্যাদি শব্দ গুলোর উপর আমার কোনো বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি কিছু পেতে হলে সেটা নিজের মেধা দিয়ে, জ্ঞান দিয়ে অর্জন করে নিতে হয়। সব কিছু মিলিয়ে আমি একজন ভাল মানুষ। এবং আমি চাই দুনিয়াতে সবাই ভাল মানুষ হয়ে যাক। তবেই না পৃথিবীটা আনন্দময় হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




