
একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।
গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেই তো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
১।

কিম জং কে চিনেন?
হ্যাঁ সবাই'ই চিনেন। কিন্তু তার স্ত্রীকে? তার স্ত্রী নাম- রি সল- জু। উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি। তিনি আগে বিভিন্ন খেলার অনুষ্ঠানে বিনোদনকারী হিসেবে নাচতেন। কিন্তু কিম কে বিয়ে করার পর- তার সব শেষ। এমনকি তার নিজের নাম বদলাতে হয়েছে। এখন তার কোনো খবর কোথাও নেই। এমনকি সে তার বাবা মায়ের সাথে দেখা করতে পারে না। আমেরিকার ফার্স্ট লেডি যখন যেখানে ইচ্ছা যেতে পারেন। বর্তমানে কিমের স্ত্রীর অতীত ইতিহাস সব মুছে ফেলা হয়েছে।
২।

কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী তাঁর পুরুস্কারের বিপুল পরিমাণ ডলারের পাশে বসে আছেন।
৩।

জাপানে ট্রেন আসতে পাঁচ সেকেন্ডও দেরি হলে ঐ স্টেশনের সকল কর্মচারী ট্রেনের সামনে এসে ক্ষমা চাইবে। বাংলাদেশে ২-৩ দিন দেরি হয়ে গেলেও কারোর কোনো যায় আসে না।
৪।

৫।

(লেখা ও ছবিঃ সংগ্রহ)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




