
যদি বিশ্বে সমস্ত কৃষকেরা চাষবাস বন্ধ করে দেয় তাহলে কি হবে?
আচ্ছা, বিশ্বের কথা বাদ দিলাম। শুধু মাত্র যদি আমাদের দেশের কৃষকরা চাষবাস অফ করে দেয় তাহলে আমাদের কি হবে? আমাদের রিজিক আসবে কি করে? কোথা থেকে? হ্যাঁ জানি রিজিকের মালিক আল্লাহ্। আল্লাহর ইশারায় আমাদের রিজিক আসে কৃষকদের পরিশ্রমের ফলে। কৃষকরা চাষসবাস বন্ধ করে দিলে- আল্লাহ্ ম্যাজিক করে আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেবেন কোনো না কোনো ভাবে। যাইহোক, যেহেতু কৃষকরা সারা বছর রোদ বৃষ্টিতে কষ্ট করে ফসল ফলায়, তাই তাদের ক্রেডিট দিলে কোনো সমস্যা আছে? কৃষক মাঠে ধান ছিটিয়ে আসে, তারপর তার কাজ শেষ। আল্লাহপাক সেসব গাছে নেয়ামত দান করেন। কাজেই সকল প্রশংসা কৃষকদের নয়। আল্লাহপাকের। যাইহোক, প্রায় দুই বছর পর 'ঢাকার পথে পথে' ছবি ব্লগ পোষ্ট দিলাম। ছবি দেখুন।
১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



