
১। যে ভারতীয়দের দিনরাত ছব্বিশ ঘণ্টা গালি দিয়ে থাকি, তাদের থেকেই আমাদের শেখার সময় এসেছে-কীভাবে সকল সংকট-দুর্যোগ-দুর্বিপাকে এক হতে হবে।
২। সৃষ্টির গোপন রহস্য আবিষ্কার করে মানুষ জন্মের উদ্দেশ্যকে সার্থক করে তুলছে। মানুষের এই বিজয় দেখে মানুষেরই অলক্ষ্যে চেনা-অচেনা অন্য সব জীবেরা নিশ্চয়ই মানুষের মাথার ওপর পুষ্পবৃষ্টি বর্ষণ করছে।
৩। ধর্ম এক করতে পারেনি ৷ আজ বিজ্ঞান 140 কোটি ভারতবাসীকে এক সূত্রে বেঁধে দিয়েছে।
৪। ভারতের অনেক কিছুই তো উদাহরণ ۔۔۔তো তেমন শিক্ষা ব্যবস্থা আমাদের দাও ۔۔۔আমি কোটি কোটি বিশ্বজয়ী সোনার মানুষ দিবো।
৫। একটা তথ্য শেয়ার করি। এই অভিযানের বাজেট ছিল ৭৫ মিলিয়ন ডলার, যেখানে চন্দ্র অভিযান নিয়ে হলিউডের মুভি Interstellar বানাতে খরচ হয়েছিল ১৬৫ মিলিয়ন ডলার!
৬। ভারতও ধর্মান্ধ দেশ। ধর্মভিত্তিক রাজনৈতিক দল সে-দেশের ক্ষমতায় কিন্তু ওরা দেশপ্রেমিক। আমাদের দেশের মূল সমস্যাটা ধর্মে নয়, আমাদের দেশপ্রেমের অভাব আছে।
৭। সেই দিন আর বেশি দূরে নয়, আমরা চাঁদের মাটিতে একদিন ধান চাষ করে এই বিশ্বকে দেখিয়ে দিব।
৮। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পর চাঁদে গেল ভারত। প্রতিবেশী দেশের সফলতায় আনন্দিত। অভিনন্দন ভারত! আগামীতে একদিন নিশ্চয়ই চাঁদে যাবে বাংলাদেশ। সেদিনের প্রতীক্ষায় রইলাম। কিন্তু বাংলাদেশের মহাকাশ সংস্থার প্রধান নাকি একজন কৃষিবিদ?
৯। ভারতে ক্ষুধা, দারিদ্র্য, ধর্মীয় বাড়াবাড়ি আর স্বাস্থ্যের সমস্যা আছে। অনেকে তর্ক তুলতে পারেন সেগুলোর সমাধান না করে চাঁদে যাওয়া কেন? তারা একসাথে সব লড়াইই চালিয়ে যাচ্ছে।
১০। অভিনন্দন ভারতবর্ষ! উপমহাদেশের একজন বাসিন্দা হিসেবে আমিও গর্ব অনুভব করছি। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম ও চাঁদে পা রাখা চতুর্থ দেশ!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



