খবরের কাগজে পড়লাম, এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য আমি ছুটে চললাম- মধুমতি নদীতে।
জাহাজ এর নাম- স্টিব অস্টিন।
আমি মধুমতি'র পাড়ে দাঁড়িয়ে সত্যি সত্যি দেখলাম, জাহাজটি অর্ধেক ডুবে গেছে।
আমি একটি নৌকা ভাড়া নিয়ে জাহাজটির সামনে যেতেই,
এক পুলিশ অফিসার বলল- না, জাহাজের কাছে যাওয়া যাবে না। নো, নেভার।
আমার নৌকার মাঝি বলল, আপনাকে আগেই বলেছিলাম- ওই জাহাজের সামনে যাওয়া নিষেধ আছে।
পুলিশটি সমানে চিৎকার করে যাচ্ছেন।
আমি মাঝিকে সাহস দিয়ে চলে এলাম একদম জাহাজের সামনে।
লাফ দিয়ে জাহাজে উঠে পড়লাম।
পুলিশ অফিসারটি বলল, সাহস করে চলেই যখন এসেছেন, তাহলে দুপুরে আমার সাথে ভাত খান, খুব খুশি হবো।
মেন্যু অতি সামান্য। ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি, কাইক্কা মাছ ভূনা আর ঘন ডাল।
হঠাত আমার মনে হলো, পুলিশ অফিসারটি চাচ্ছে- আমি যেন এই ডুবে যাওয়া জাহাজটির সাথে তলিয়ে যাই।
ভালো করে লক্ষ্য করে দেখলাম- পুলিশ অফিসারটি আমার পূর্ব পরিচিত।
সে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে- ধরুন, আমার হাত ধরুন। নয়তো আপনি ডুবে যাবেন। সময় খুব কম।
আমি এক আকাশ বিস্ময় নিয়ে পুলিশ অফিসারের চোখের দিকে তাকিয়ে আছি।
ঠিক তখন কে যেন আমার কানে ফিসফিস করে বলল- ''প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা''।
ঘুম ভেঙ্গে গেল। সারা শরীর ঘামে ভেজা।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর চারটা। সুরভি গভীর ঘুমে।
আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, আকাশ ফরসা হতে শুরু করেছে।
ভোরের আকাশ দেখা- দারুন একটা ব্যাপার।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬