
সোনাগাজীর ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান তুলে নেওয়া হোক।
তাকে ব্যানে রাখাটা অন্যায় হচ্ছে। কি করেছেন তিনি? এমন কিছু করেন নাই যে তাকে ব্যান করে রাখতে হবে। আমাদের দেশে রাজাকার- মন্ত্রী, এমপি হয়। রাজাকারের গাড়িতে পতাকা উড়ে। চোর, বদমাশ, দূর্নীতিবাজ বুক ফুলিয়ে চলে। আর ভালো লোকেরা মিথ্যা মামলায় কারাগারে থাকে। তসলিমা নাসরিনের মতো লেখিকা দেশে ফিরতে পারছেন না। চারিদিকে শুধু অন্যায় আর অন্যায়। দেশের ক্ষমতাবানরা সমানে অন্যায় করে যাচ্ছেন। ঠিক চাঁদগাজী/সোনাগাজীর সাথেও অন্যায় হচ্ছে। আমি যদি দুই একটা অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো।
যদি শ্যাইয়ান ভাইকে ফ্রন্টপেজ ব্যান বা কমেন্ট ব্যান করা হতো-
তখনও আমি প্রতিবাদ করতাম। অর্থ্যাত আমার চোখে যেটা অন্যায় মনে হবে, তখনই আমি প্রতিবাদ করবো। খেয়াল করে দেখবেন, চলতি বছরটা সোনাগাজির ব্যানে ব্যানেই গেলো। শেখ মুজিবকে বহুবার কারাগারে নেওয়া হয়েছে। আর আমাদের চাঁদগাজী/সোনাগাজীকে বহুবার ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে। রেকর্ড সংখ্যক। সোনাগাজী একজন ভালো ব্লগার। জ্ঞানী ব্লগার। তিনি পুতুপুতু টাইপ কিছু লিখেন না। তিনি সমস্যা ও সমাধানের কথা লিখেন। ভালো ভালো মন্তব্য করেন। মন্তব্যের মাধ্যমে তিনি ব্লগারদের সঠিক পরামর্শও দিয়ে থাকেন। তাই আমি বলব সোনাগাজীকে ব্যান মুক্ত করা হোক।
সামুতে সবচেয়ে বেশি মন্তব্যকারী তিনি।
সবচেয়ে বেশি পোষ্টদাতাও তিনি। যদিও তাকে বারবার ব্যান করার কারনে তার পোষ্ট ও মন্তব্য গুলো দৃশ্য মান নয়। সামুর ইতিহাস লেখা হলে চাঁদগাজী/সোনাগাজী নাম চলে আসবে। তাকে ছাড়া সামুর ইতিহাস লেখা অসম্ভব। যে মানুষটা ব্লগ অন্তপ্রান তাকে কেন বারবার ব্যানে থাকতে হবে? তিনি একজন শিক্ষিত মানুষ। রুচিশীল মানুষ। দেশ প্রেমিক। মানবিক মানুষ। তার অনেক গুলো ডিগ্রী আছে। তার অপরাধ কি? তিনি সব সময় মুখের উপর সত্যটা বলে দেন? ক্রিমিনালকে 'ক্রিমিনাল' বলা যাবে না? গরুর রচনাকে গরুর রচনা বলা যাবে না? নির্বোধ ও বদদের ডোডো বলা যাবে না? উনি যা বলেন সবই সঠিক কথা বলেন।
ব্লগটিম এবং মডারেটরের কাছে আমার অনুরোধ-
আজ এক্ষন তাকে সমস্ত রকম ব্যান মুক্ত করুন। মানুষ ফেরেশতা নয়। মানুষের ভুল হতেই পারে। এমনকি আপনারাও ভুলের উর্ধে নয়। সমস্যা থাকলে সমাধানও আছে। অক্টোপাস হবেন না। ছাড় দিতে শিখুন। জ্ঞানী লোকদের বিশেষ সুবিধা দিতে হয়। তাতে জাতির উপকারই হয়। আমি অতি নগন্য এক ব্লগার। সামুর আষ্টেপিষ্টে জড়িয়ে আছি দীর্ঘদিন ধরে। তাই একটা দাবী জন্মে গেছে নিশ্চয়ই। তাই সাহস করে কিছু কথা বলে ফেলি। আর কিছুদিন পর সামুর ব্লগ ডে। তাই ব্লগের গুরুজন সোনাগাজীকে মুক্ত করা উচিত বলেই আমি মনে করি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



