আর মাত্র কয়েকটা দিন,
কয়েকটা মাস,কয়েকটা যুগ বাকি,
তাই প্রতিদিন উদ্ভ্রান্ত
বৃষ্টির ঘ্রাণ,রৌদ্রের ছোঁয়া,আকাশের রঙ মাখি।
কোথায় যাব আকাশটা ছেড়ে ?
নিরবছিন্ন এই নাগরিক নিমেষ,
নীল, সবুজ ও লালের মাঝে
অতঃপর ছিলাম তো বেশ।
আর কিছুদিন শুধু,
আর বহুযুগ ধরে,
অচেনা বাতাসে দূরাগত
হাহাকার বুকে করে,
বদ্ধ খাঁচায় ডানা ঝাপটিয়ে কালচে পাথুরে বিষাদে,
এবং শীতল রাত্রির শেষে সূর্যের সাথে সাথে,
আদিম অদেখা সরীসৃপের নির্ঝঞ্জাট পথে-
রোদেলা ধূলোয় একেঁ যেতে চাই সময়ের অমনিবাস।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




