ব্লগিমেট হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (UAE) ভিত্তিক একটি ব্লগিং প্ল্যাটফর্ম যা অনেকটাটাম্বলার এবং লাইভ জার্নাল এর মতই। এটি একটি বহুমুখি প্রজেক্ট যা একই সাথে অনেকধরণের সুবিধা প্রদান করতে সক্ষম। ব্লগিমেট টিম সংযুক্ত আরব আমিরাত এ অবস্থানরতএকটি আন্তর্জাতিক গ্রুপ যারা প্রত্যেকে এখানে সক্রিয়।
কিছুটা সামাজিক যোগাযোগ, কিছুটা ব্লগ এবং সব মিলিয়ে ব্লগিমেট সম্ভবত সহজতর ব্লগিংপ্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। এর সহজবোধ্য ইন্টারফেস এবং ফ্রি সাইন আপ প্রক্রিয়ার মাধ্যমেআপনি যে কোন সময় ব্লগিং শুরু করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার চিন্তা-ভাবনাব্লগিমেট কমিউনিটির পাশাপাশি সারা বিশ্বের মানুষের সাথে শেয়ার করতে পারেন।
ব্লগিমেটের ব্লগিং প্ল্যাটফর্ম সম্বন্ধে কিছু কথা

ব্লগিমেটে সাইন আপ করার সাথে সাথেই আপনি নতুন ব্লগ পোস্ট করার জন্য প্রস্তুত। এখানেটাম্বলার এর মতই বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরণের পোস্ট করার সুযোগ রয়েছে। আপনিচাইলে “লং পোস্ট”, “মাইক্রো পোস্ট”, “ভিডিও পোস্ট”, “ফটো পোস্ট” কিংবা “লিঙ্ক পোস্ট”করতে পারেন। এছাড়া পোস্ট করার সাথে সাথে বুকমার্ক শেয়ারিং টুল ব্যবহার করে সেটিসবার সাথে শেয়ারও করতে পারেন। “লং পোস্ট” করার সময় তাতে সহজেই ছবি, ভিডিও(YouTube ও Vimeo থেকে), অডিও এবং এমনকি ফাইলও শেয়ার করা যেতে পারে।

ব্লগ পোস্ট লেখার সময় ব্লগার সুবিধা অনুযায়ী শিরোনাম এবং বিভাগ নির্বাচন করে দিতে পারবেন। এখানে রয়েছে বিল্ট ইন ফটো এডিটর, কপিস্কেপ চেকার, সার্চ ইঞ্জিন এক্সেস, গুগল ডক লিঙ্ক এবং আরো অনেক কিছু।

আপনার পোস্টে অন্য ব্লগাররা কমেন্ট এবং বন্ধুদের সাথে সেটি শেয়ারও করতে পারবেন। এতে পোস্ট প্রিয় তালিকায় নেয়া এবং অন্যকে পড়ার জন্য আহ্বান করার সুবিধাও রয়েছে।
আপনার প্রোফাইলে আপনার সাম্প্রতিক পোস্ট সমূহ, সাম্প্রতিক মন্তব্য সমূহ, বন্ধুদের তালিকা এবং অনুসারীদের তালিকা দেখা যাবে।
ব্লগিমেট আর এস এস ফিডও সরবরাহ করে। এর মাধ্যমে সাইটে না এসেও নতুন পোস্টগুলো পড়া যায় অফ লাইনে থেকে।
সামাজিক যোগাযোগের মাধ্যম
ব্লগিমেট সামাজিক যোগাযোগেরও ভাল একটি মাধ্যম। এর বন্ধুত্ব, অনুসরণ এবং ব্যাক্তিগত বার্তা আদান প্রদান সেবা সামাজিক যোগাযোগকে আরো সহজ করে তোলে। আপনি কো রাইটার ফিচার ব্যাবহার করে আপনার ব্লগে অন্যকেও লেখার জন্য আহ্বান করতে পারেন। এবং লাইভ জার্নাল এবং টাম্বলারের মত আপনার ব্লগিমেটের পোস্ট গুলোকেও সবার মাঝে নিমেষেই ছড়িয়ে দিতে পারেন।
প্রোগ্রামিং জানা থাকলে ব্লগিমেট এপিআই ব্যাবহার করে আপনি নিজের মত করে ব্লগ তৈরী করতে পারেন।
বিবিধ সুবিধা সমূহ
ব্লগিমেটের নিজের মত অদ্বিতীয় কিছু সুবিধা আছে। ব্লগিমেট এক্সক্লুসিভ পেজ তাদের মধ্যে অন্যতম। এখানে আপনি বিবিসি, ফেসবুক, নিউ ইয়র্ক টাইমস সহ আরো অনেক জনপ্রিয় নেটওয়ার্কের সর্বশেষ সংবাদ ও অন্যান্য পরিবেশনা পেতে পারেন।

ব্লগিমেট এর রয়েছে মোবাইল ভার্সন (m.blogymate.com), যার মাধ্যমে যেকোন সময় আপনি ব্লগিমেট এর পোস্ট সমূহ দেখতে পারেন।
এর ফ্রি এন্ড্রয়েড এপ্লিকেসন (Click This Link) ব্যাবহার করে আরো সহজে এন্ড্রয়েড মোবাইলে ব্লগিমেটে এক্সেস পাবেন। যদিও মোবাইল ব্লগিমেট এ এখনো লগ ইন সুবিধা যোগ করা হয়নি।
ব্লগিমেট ফেসবুক এপ্লিকেসন (http://on.fb.me/e5anSC) এর মাধ্যমে ফেসবুকেও আপনি ব্লগিমেটের কন্টেন্টস সমূহ ভিজিট করতে পারেন।
উপসংহার
ব্লগিমেটে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে সহজেই একজন নতুন ব্লগারকে আকৃষ্ট করতে পারে। কিন্তু আপনি যদি টাম্বলার, ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগারের সাথে অনেক দিন যাবৎ জড়িত থাকেন তবে আপনি হয়ত প্ল্যাটফর্ম বদল এ আগ্রহী নাও হতে পারেন।
কমিউনিটি বিষয়টি ব্লগিং এর জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগিমেট এদিক থেকে অনেক এগিয়ে। এখানে আপনি ভিজিটর সংখ্যার পরিসংখ্যান, ব্যাকাপ সুবিধা সহ আরো অনেক দরকারি বিষয় এক ক্লিকেই পেতে পারেন।
সবদিক বিবেচনা করে ব্লগিমেট একজন নতুন ব্লগার যিনি ব্লগিং এর জগতে একদম নতুন এবং টেকনিক্যাল বিষয়ে খুব একটা সময় দিতে রাজী না, তার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




