এভাবেই একদিন
অনেকটা পথ চলে যাব
কিছু দুঃখের রুমাল,কয়েকটা স্মৃতির পালক নিয়ে
মেঘের মতো কিছু কষ্ট বুকে নিয়ে চলে যাবো
তোমার থেকে আমি ,আমার থেকে তুমি।
হয়তো কোনদিন
বয়সের পাথর ভাঙ্গতে-ভাঙ্গতে
আধেক শুনে প্রিয় নাম চমকে যাবো
তারপর আবার খানিকটা পথ।
এভাবে আবার কোনদিন
শিকড়ে-শিকড়ে অনেকটা ছড়িয়ে যাবো
হয়তো হঠাৎ একদিন
কোন প্রিয় অবয়ব,প্রিয় কোন ছায়ায় চমকে উঠে
খুব গাঢ় স্বরে কুশল শুধাবো- কেমন আছো?
তারপর আবার খানিকটা পথ
এভাবে চলতে-চলতে দূরে চলে যাবো
তোমার থেকে আমি
আমার থেকে তুমি।
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




