ছবির নাম: গুম
তত্বাবধায়ক: গনতন্ত্রের মানসকন্যা
উপদেষ্টা: র''
প্রযোজক: সর্বহারা খাতুন
চিত্রগ্রাহক: ঠুকু....
ভিলেন: বাছাইকৃত সোনার ছেলের দল
পরিচালক: বাছাইকৃত জাত ভারতীয় উপদেষ্টা পরিষদ
নায়ক: মন্ত্রী পরিষদ
নায়িকা: ধীবু মনি,আজেদা........
দেশবাসীকে নিয়ে একসাথে দেখার মত ছবি।
আজ দেশটাকে মৃত্যুপুরীতে পরিনত করেছে হায়েনার আজন্ম পাপী গোষ্ঠী। দেশরত্ন হওয়ার সুবাদে দেশকে স্বর্নের ছেলে দিয়ে পরিপূর্ন করেছে। গনতন্ত্রকে হত্যা করার জন্য ধাপে ধাপে এগুচ্ছে এই তাবেদার সরকার। দেশকে অন্ধকারে নিমজ্জিত করে কুইক রেন্টাল এর ধুয়া তুলে বিপুল হারে দুর্নীতি করতে সুযোগ তৈরী করেছে তারই মন্ত্রীকে। গ্যাসকে কুক্ষিগত করে দেশের মানুষকে জীবন যাপন বিষিয়ে তুলছে। একদিকে অন্ধকার অন্যদিকে গ্যাস সংকট আর অপরদিকে নাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। সাথে যোগ হয়েছে গুম হওয়ার আতংক! সমানতালে চলছে রাজনৈতিক নিপীরণ। সবকিছুই হচ্ছে ``র'' এর সহযোগীতায় এবং প্রত্যক্ষ মদদে। কারন যে দাদারা টাকার বিনিময়ে ক্ষমতায় এনেছে। তাদের তাবেদারী না করলে কিভাবে ক্ষমতা আকড়ে থাকবে।
আর এরকম অবস্থা চলতে দেয়া যায় না। তীব্র আন্দোলন গড়ে তুলে এই তাবেদার দাদাদের সরকার হটাও। সর্বপ্রথমেই ছাত্রসমাজকেই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে।
আসুন এক দফা এক দাবি..................দালাল হাসু কবে যাবি ......শ্লোগানে শ্লোগানে .........তৈরী হোক সংগ্রাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




