বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে নিয়ে আবারো রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। জাতির অস্তিত্বের স্বার্থে আওয়ামী শিবির ও ভারতপন্থীরা ছাড়া দেশপ্রেমিকরা যখন ভারতের টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন গড়ে তুলতে শুরু করেছেন, ঠিক তখনই তিনি বলে বসেছেন, ভারত আগে বাঁধ চালু করুক। তিনি আরো বলেছেন, ভারতকে ক্ষেপানো ঠিক হবে না। এ কথাটার মধ্য দিয়ে মন্ত্রী রমেশ চন্দ্র সেন কিন্তু প্রত্যক্ষভাবেই বাঁধ চালু করার প্রশ্নে ভারতকে বাংলাদেশের ‘এনওসি’ বা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন!
রমেশ চন্দ্র সেন জানুয়ারি মাসের শেষদিকে বলেছিলেন, ভারতের বদৌলতে কিছু পরিমাণে হলেও পানি যে পাওয়া যাচ্ছে সেটাই নাকি আমাদের ‘সৌভাগ্য’ এবং এতেই নাকি বাংলাদেশের ‘খুশি’ থাকা উচিত! মন্ত্রী সেবার ভারতের পক্ষে সাফাইও গেয়েছিলেন।
টিপাইমুখ বাঁধের ব্যাপারে দেশের বিভিন্ন মহল যখন প্রতিনিয়ত প্রতিবাদ করছেন, সিলেটে যখন বিক্ষোভ হচ্ছে তখন রমেশ বাবু ভারত তোষণ নীতি দেশের মানুষকে হতাশ করছে। কেউ কেউ প্রশ্ন করছেন, রমেশ বাবু কি বাংলাদেশের মন্ত্রী নাকি ভারতের প্রতিনিধি ?
টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধে বাংলাদেশ সরকারকে উদ্যোগী হবার আহ্বান বিভিন্ন মহলের

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




