বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিল ও বাড়ি ছাড়ার জন্য সরকারের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার করা রিটের শুনানী আগামী ১৮ মে তারিখ নির্ধারণ করেছে হাইকোর্টের পঞ্চম বেঞ্চ। সাংবাদিকদের সাথে আলাপকালে বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবী টিএইচ খান বলেন, হাইকোর্টের চারটি বেঞ্চ বেগম খালেদা জিয়ার রিটের শুনানীতে অপারগতা প্রকাশ করায় প্রধান বিচারপতি পঞ্চম বেঞ্চে রিটটি পাঠিয়েছেন।
এখন পঞ্চম বেঞ্চও শুনানীতে বিব্রতবোধ করবে কিনা- এমন প্রশ্নের জবাবে টিএইচ খান বলেন, এই বেঞ্চ যদি বিব্রতবোধ বা অপারগতা প্রকাশ করতো তাহলে প্রথমেই তারা রিট পিটিশনটি আমলে নিতেন না। তারা সব জেনেই আবেদন গ্রহণ করেছেন। কাজেই আশা করছি এই বেঞ্চ শুনানীতে বিব্রতবোধ করবেন না। বিস্তারিত
আইনজীবীসহ সাধারণ মানুষের দাবি , উচ্চ আদালতের ভাবমুর্তি ধরে রাখার জন্য বিচারকদের তাদের শপথ অনুযায়ী বিচার কাজ পরিচালনা করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




