
একাদশ বিশ্বকাপ ক্রিকেটের আসরে ক্রিকেট বাণিজ্যের বলি করা হয়েছে বাংলাদেশকে। যে বলটি রোহিতের ব্যাটে না লাগলে সরাসরি স্টাম্প গুড়িয়ে দিত। কিন্তু ক্যাচ ধরার পর অস্ট্রেলিয়ান ইয়ান গৌল্ড ডান হাত বাড়িয়ে নো বলের সঙ্কেত দিলেন।
৩৪তম ওভারের দ্বিতীয় বল। সুরেশ রায়না তখনো রান পেতে হাঁসফাঁস করছেন। এমন সময় রায়নার বিপক্ষে এলবিডব্লুর জোরাল আবেদন করলেন মাশরাফি বিন মুর্তজা।
কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আম্পায়ার ইয়ান গৌল্ড ও তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস ভুল সিদ্ধান্তে জড়িয়ে পরলেন। তাহলে প্রশ্ন রয়ে যায় ভারত কি ১৪ সদস্য নিয়ে মাঠে খেলছে?
ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার তো বলেই বসলেন, ‘নিয়মের দিক দিয়ে সিদ্ধান্তটা ঠিক আছে। কিন্তু নীতির দিক দিয়ে ঠিক নেই। ক্রিকইনফোও লিখেছে, এটা অনেক ‘ক্লোজ’ একটা আবেদন ছিল।
এদিকে সোশাল মিডিয়াতে এ নিয়ে ঝড় বইছে। অনেকেই মন্তব্য করছেন, ভারতকে খুশী করতেই আইসিসি মার্চের ২১ তারিখে নির্ধারিত নিউজিল্যান্ডের ওয়েলিংটনের মাঠের খেলাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিয়ে আসে। আর বাংলাদেশের প্রতিপক্ষ শুধু ভারত নয়, সাথে রয়েছে আইসিসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




