এই মাত্র হোটেল আম্বালা ইন থেকে ফিরলাম। আমার পরিচিত প্রায় ১৫ জন বিভিন্ন মিডিয়ার বন্ধুদের সাথে কথা হলো আমার। সরেজমিন ঘুরে যা জানা গেলো তার সারমর্ম হচ্ছে :
০ ইতোমধ্যে ধানমন্ডি এলাকাসহ ঢাকার প্রায় সব এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে
০ বিডিআর জোয়ানরা মাঝে মাঝেই হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্যের বিষয় হচ্ছে- চারদিক থেকে আর্মি না সরানো পর্যন্ত তারা অস্ত্র জমা দেবে না।
০ আমাদের বিজয় হবেই। জয় বাংলা... ইত্যাদি বলে তারা মাইকে এলোমেলো বক্তব্য দিচ্ছে
০ বিডিআর ৩ নং গেট দিয়ে কিছু কিছু মহিলা এবং শিশুদের বের করে আনা হচ্ছে। তারা আতংকিত। নিশ্চিতভাবে জানেন না, তাদের পরিবারের পুরুষ সদস্যেদের কী অবস্থা। আদো বেঁচে আছেন কী না
০ দুপুরের পর ডিশের লাইন / কারেন্ট লাইন বন্ধ করে দেবার কথা শোনা যাচ্ছে। সারাদেশের মানুষ যাতে খবরাখবর জানতে না পারা
০ সকাল থেকে (দুপুর ১২.৪৫টা পর্যন্ত) কোনো নেতাকেই বিডিআর এর ভেতর ঢুকতে দেয়া হয়নি। যদিও বিডিআর বলেছে- দুপুর ২ টায় তারা সবাই অস্ত্র জমা দেবে। সকল নেতারা হোটেলের আম্বালা ইনে অবস্থান করছেন
০ সবচেয়ে আতংকের বিষয় হচ্ছে- মোটামুটি ভেতরের মহিলা এবং শিশুদের বের করে আনার পর একটা বিরাট ধরণের অঘটন ঘটবে। আর্মিদের প্রস্তুতি সেরকমই...আর্মিরা জেনে গেছে, ২/৪ জন আফিসার ছাড়া সব অফিসারদের বিডিআররা প্রথম সুযোগেই মেরে ফেলেছে...
কোনো আতংক ছড়ানোর জন্য এ পোস্ট নয়। নিজে যা দেখে / শুনে এলাম তার বর্ণনা... আরো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা আছে...সবারা জন্য শুভ কামনা
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




