নিকষ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্নিমা চেয়ে রয় জোঁনাকির আলো খেলায় |
ঝিরিঝিরি বাতাসে পাতারই মর্মর শব্দ বাজে
এসেছ কি তুমি নুপুরের শব্দ সাজে ?
চরণধ্বনি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধরাজে |
জোছনা রাখতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু অমলিন কানে বাজে !
সেই মেঘলা দিনের কথা যে মনে পড়ে যায়
দুজনে মিলে খেলেছি কত অবেলায় |
মনের সব স্বপ্ন দুজনে দুহাতে জড়িয়ে
ছড়িয়ে দিয়েছিলাম ভালবাসার প্রান্তরে ;
কোনো ঘূর্ণি ঝরে ভেঙ্গে দিল সব আমার |
নিকষ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্নিমা চেয়ে রয় জোঁনাকির আলো খেলায় |
ঝিরিঝিরি বাতাসে পাতারই মর্মর শব্দ বাজে
এসেছ কি তুমি নুপুরের শব্দ সাজে ?
চরণধ্বনি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধরাজে |
জোছনা রাখতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু অমলিন কানে বাজে !
রাজিব
এলবাম : রেভুলুশন
Download
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






