আমেরিকার আদালতে সমকামীতার পক্ষে রায় হওয়ার পর থেকে, এদেশী কিছু মিডিয়া এমন ভাবে খবর কাভার করছে যেন এদেশেই তা পাস হয়েছে। তাদের বলছি পেনাল কোড ১৮৬০ এর সেকশন -৩৭৭ এ এখনও বলবত আছে এবং সেখানে সকল প্রকার সমকামীতা, পগুগামীতার কঠোর শাস্তির কথা বলা আছে। শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদন্ড, অর্থদন্ড বা দশ বছরের অধিক কারাদন্ড বা উভয় দন্ডের কথা বলা আছে।
সমকামীতার এজেন্ট বিডিনিউজ২৪.কম (bdnews24.com), আমেরিকার আদালতে সমকামীতার পক্ষে রায় হওয়ার পর থেকে প্রতিদিন একটি করে এই বিষয়ক পোস্ট দিচ্ছে। যেন তারা চুক্তি বদ্ধ কাজ করে যাচ্ছে। বাংলাদেশে অন্য আরও মিডিয়া আছে তারা তো এই বিষয় নিয়ে এত নিউজ করছে না, তাহলে তাদের এত চুলকানী ক্যান? তাদের কি সব স্টাফ একই পথের পথিক যাতে তা প্রতিদিন প্রকাশ করে এ দেশের জনগণকে জানাতে হবে? জানতে মুঞ্চায়!!!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


