কিন্তু কিছু দিন আগে লক্ষ্য করি যে আমার সেটের উপরের কাভারের রং নষ্ট হয়ে যাচ্ছে অথচ নিচের কাভরের রং ঠিকই আছে সেই নতুনের মতো।
আমার আর বোঝার বাকি থাকলো না যে এটা কার কারসাজি। কোম্পানি মানে নোকিয়া একাজটি করেনি কারণ নষ্ট হলে ২টার রংই নষ্ট হয়ে যেতো। অবশ্যই নোকিয় কেয়ার এ কাজটি করেছে।
তাই সবাই সাবধান, নোকিয়া কেয়ারে সেট ঠিক করতে দাওয়ার আগে ভেবে নিন ।
আমি এখন কি করতে পারি নোকিয়া কেয়ার সেন্টারের বিরুদ্ধে? আমার সখের সেটটি এখন দেখতে বিশ্রী লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


