এলোমেলো ঢেউগুলোর শেষ যেখানে
যেখানে সিক্ত বাতাসের অবাধ বিচরণ
অজান্তে তোমার আমার আলিঙ্গন,
অনুভবে ছুঁয়ে যাই তোমায় ।
পশ্চিমের নিবে যাওয়া দীপটার মৃদু আলোয়
স্নানশেষে পৃথিবীর বালিমাখা আঙ্গিনায় দাঁড়িয়ে
নির্বাক দুজনে কতোক্ষণ,
দৃষ্টির বেঁড়ায় বন্দি ।
নগ্ন পায়ে হেঁটে চলা অনেকটা পথ পাশাপাশি
তোমার কোমল পায়ের আঙ্গুলের ছন্দ
আমার চোখে, এঁকে দেয়া পদচিহ্ন বালির বুকে
জীবন্ত হয়ে ধরা দেয় ।
আধাঁর নেমে আসে দীপটা অদৃশ্য হয়ে যায়
আশেপাশের কিছু আগুনমাছি আলো দিয়ে যায় শুধু,
ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ কানে আসে দূর থেকে ।
আর কোনো শব্দ নেই,তোমাতে আমাতে কথা নেই,
অস্ফুট আলোয় আখিঁদের আলাপন আজ ।