বর্তমান যুগের তরুণ/তরুণিদের সর্বাধিক উচ্চারিত শব্দ এই ভালবাসা। শাব্দিক ব্যাখ্যা আজও সর্বজন স্বর্বজন স্বীকৃত হয়ে প্রকাশ হলনা। আমি মনে করি, ভালবাসা হল এক ধরনের শক্তি, বেচে থাকার শরিরের জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমন মনের জন্য প্রয়োজন ভালবাসা।কেন যে ভালবাসা কে মানব জাতির মৌলিক অধিকার হিসেবে গন্য করা হয়না এটা নিয়ে আমার মধ্যে বিশাল প্রশ্ন হয়ে আছে আজও।ভালবাসা ছাড়া কি এক দিনও চলে? হয়ত অনেকের চলে, অনেকের না।
সবার জীবনে নাকি একবার হলেও প্রেম আসে, আমার জীবনে প্রেম এসেছে অনেক বার। আমি আজও শ্মরণ করতে পারি জীবণে প্রথম প্রেমের অনুভুতির কথা, তখন সপ্তম শ্রেণীতে পড়ি, আমরা কয়েকজন ছেলেমেয়ে একসাথে ইংরেজি স্যার এর কোচিং করতাম। একটা মেয়ে কে অনেক পছন্দ করতাম, সবসময় মনে হত তাকে নিয়ে যদি কোন এক দ্বীপ এ চলে যেতে পারতাম! যেখানে শুধু থাকবে আমি আর সেই মেয়ে।হ্যা, এটা শুধুই অনুভুতিই ছিল, কারণ এই অনুভুতি কখনও বাক্য হয়ে প্রকাশ পায়নি। আজ সেই সব স্মৃতি মনে করলে হাসি পায় বইকি।
তবে এটাই তো শেষ নয়, এর পরেও বহুবার ধাপে ধাপে কত নারীই আমার জীবনে এলো আবার চলেও গেল, শুধু রেখে গেল নানা ধরনের স্মৃতি। সেই স্কুল জীবন থেকে কর্মজীবন পর্যন্ত কখনই প্রেমের অভাব বোধ করিনি, কোননা কোন ভাবে প্রেম ছিল আমার জীবনে অতোপ্রত ভাবে জড়িত।
প্রেমে সফলতা পেলে নাকি সেটা কেউ মনে রাখেনা, তার অর্থ হল জীবনে মানুষের মনে দাগ কাটতে হলে অবশ্যই প্রেমে বিফল হতে হবে। বিষয়টা হাস্যকর হলেও আমার কাছে অনেকাংশে সত্যি মনে হ্য়। এক্ষেত্রে শর্ত হল, কাহিনীতে অবশ্যই ভিন্নতা থাকতে হবে। লাইলি-মজনু কিন্বা সমসাময়ীক যত প্রেমের গল্প জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়, সবগুলিতে বিফলতা ছিল তবে ভিন্নতা খুব একটা চোখে পড়েনি।আজকাল অবশ্য বাস্তব জীবনে তথাকথিত সেই প্রেম এর পরিছায়া দেখা যায়না, আর না দেখা যাওয়ার পিছনে অনেক যুক্তিযুক্ত কারনও রয়েছে।আজ পৃথিবীর প্রতিটি মানুষের জীবন যাত্রা যেভাবে দ্রুত থেকে দ্রুততর হয়েছে, ভালবাসার গতিও আনুপাতিক হারে বেড়েছে। এখন যত দ্রুত ভালবাসা গড়ে তার চেয়ে দ্রুত গতিতে ভাংগেও, এরপর আবার জোড়াও লাগে আরও দ্রুত।
যাই হোক, আমি অবশ্য চেয়েছিলাম, আমার জীবনের কিছু ঘটনা সবার সামনে উপস্থাপন করব। সময় সুযোগ পেলে আশা করছি পরবর্তী পর্ব থেকে শুরু করব।
বিঃ দঃ আমার লেখা প্রথম ব্লগ এটা। আশা করছি পাঠকগণ ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




