আমি আমার ব্লগে বলে ছিলাম ব্লগে লেখার সুযোগ পাওয়া আমার একটা সপ্ন ছিল।
কিন্তু এখন বুজতে পারছি না এটা দুঃসপ্ন কিনা !!
আমি কোন স্কলার না,উল্লেখযোগ্য কোন পরিচয় ও নেই।সাধারণ এই আমার বিশ্বাস ছিল এটা সততিকারের শিক্ষিতদের মতামত প্রকাশের একটা প্ল্যাটফ্ররম।
অধিকাংশ সময় আমার ভূমিকা শুধু অননে্র মতামত লক্ষ করা।নিজে মতামত দেবার সময় অনেক ভেবে দিবার চেষ্টা করি কারন আমার ধারণা ছিল এখানে বলা সব কথার ওয়েট থাকা উচিত।
কিন্তু ব্লগে কারো কারো ভাষার ব্যবহার দেখে যারপর নাই হতাশ !!!
আমাদের ভালো উদোগগুলো কেন অচিরেই এমন ঠুনকো হয়ে পরে ?????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




