তাহলে এইটাই হল শেষ কথা। আমাদের বিদায় নিতে হবে।
আমাদের মাঝে একজন সাগর আর একজন রুনি খুন হবে ৩২০ দিন ধরে আমরা তার বিচারের দিন গুণব। ৩২০ নাকি আরো বেশি? কি যায় আসে তাতে? খুব জানি দিন গোনার পরিধি বছর ঘুরে একদিন যুগে পা দিবে। এই পোড়া দেশে কোন অবিচারের বিচার হবে না। তাদের ছবি ব্লগের ওয়ালে ঝুলতে ঝুলতে এক সময় ক্লান্ত হয়ে এক সময় আর্কাইভে ঠাই পাবে, ধুলোর আস্তরণ জমবে।
তারপর আর একজন ইমন জুবায়ের মরে যাবে। তার জন্য স্টিকি করে রাখা শোক গাথার ঠিক নিচে আমরা আমাদের হাসি কান্নার গল্প লিখব। ভালোবাসার কথা লিখব। নিজস্ব মতবাদ দাড় করানোর জন্য ক্রমাগত ঝগড়া করে যাব। এডাল্ট জোকস পড়ে মুচকি হাসি দিব। ভুলে যাব একজন ইমন জুবায়ের একদিন এইসবের অংশ ছিল।
এইটাই শেষ কথা একদিন সাবটাই বিস্মৃত হবে। খুব দ্রুতই হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




