অফলাইনে দূরত্ব বাড়লে হাত বাড়িয়ে দিল এম এস এন।
তারপর হাই ফাইভ, টুইটার পেরিয়ে
এখনো আমি ফেসবুকে দিনলিপি লিখে যাই।
অথচ গুগল প্লাসে আর তোকে এড করা হল না।
তোর ফেসবুকও আচমকা মাঝপথে সব স্ট্যাটাস বন্ধ করে দিয়েছে।
শুভংকর, ভালই ফাঁকি দিতে জানিস!
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৯ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




