তুমি ছায়ামূর্তি আমি ছায়া বা তুমিই ছায়া,
থাকো কাছে কাছে ধরতে পারি না
নাকি ধরতে চাই না, বুঝি না-
তুমি মায়াবী নাকি আমাতেই সব মায়া।
তুমি বটবৃক্ষ আমি ক্লান্ত পথিক নাকি-
আমি বৃক্ষ তুমি তার ছায়া, দূর দিয়ে
চারদিকে ছড়িয়ে রও নাকি ছড়িয়ে দেই
তুমি থাকো ফাঁকে নাকি আমারই ফাঁকি।
তুমি দূরে দূরে থাকো নাকি আমি দূরে রাখি
আমি কাছে আসতে দিই না নাকি তুমি
কাছে আসতে চাওনি কোন দিনই
অপরাধ আমি করছি নাকি তুমি অপরাধি।
তুমি কখনো বুঝতে দাওনি নাকি আমি
কখনো বুঝতে চাইনি, তোমার চাওয়া
আমি বুঝতে পারি নি নাকি কখনো কিছু
চাওনি, যদিও দিতে চেয়েছি কত কিছু আমি।
সেতো আমি জানি তোমার প্রতি আমার...
বুঝাতে পারনি অথবা বুঝতে পারিনি ব্যর্থতা দু'জনার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




