১.
আমি ছুঁটি তার পিছু
সে ছুঁটে আমার আগে
কার এত দুঃসাধ্য
তাকে কাছে পাবে।।
আমি খুঁজি ডালে ডালে
সে থাকে পাঁতায় পাঁতায়
বন্দি করতে গিয়ে তারে
হই বন্দি তার জাদুর খাঁচায়।।
আমি খুঁজি বুকের মাঝে
সে থাকে উপমাতে
অনু-কবির কাব্য হয়ে
ঘুরে সে দেশে দেশে।।
২.
আকাশে সাদা মেঘের ভেলা
তুমি আমি সময় কাটাবো একেলা
সময় ফুরিয়ে যাবে ফুরাবেনা গল্প বলা।।
হঠাৎ করেই যদি বৃষ্টি পরে টুপ-টাপ
তুমি আমি কাঁশ বনে রবো চুপ-চাপ
সন্ধ্যা গনিয়ে এলে ডাকবে জ্বিঁ জ্বিঁ পোকা।।
শিউলি বনে ছরাবো কথার বারতা
আকাশ জুড়ে জ্বলবে হাজার তারা
ভালোবাসা বিলাবো থোকা থোকা।।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






