অবচেতন ভাবেই ছিলাম আমি
ঘুম ভাঙ্গে আমার উত্তরসূরীর ডাকে!
সে আমার কাছে সুনিশ্চিত,
অনন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ চায়;
দুর্নীতি আর দুষণ মুক্ত লাল সবুজ বাংলা।
ভয়ে, কি নির্ভয়ে বুঝিনা!
ঝিম ঝিম করে আমার সমগ্র অঙ্গ জড়ীভূত হয়।
সে নিরন্ধ্র পাজর চিরে সামনে এসে দাড়ায়,
আমি অবসাদগ্রস্ত থেকে বলি কে?
সে সাভাবিক স্বাচ্ছন্দে বলে-
আমি!তোমার উত্তরসূরী;
যে তোমার ধারাবাহিকতার সূত্র ধরে
রেখে যাবে অপকর্ষ ধারাবাহিকতা।
আর আমার ধারাবাহিকতার সূত্র ধরে
আমার উত্তরসূরীরা রেখে যাবে,
অপভ্রংশ লাল সবুজ বাংলা।
তারপর আরো উত্তরসূরী এসে
বাস অযোগ্য করবে, সমাজ সংসার, সভ্যতা।
আমি তোমার সে উত্তরসূরী।
যার মাঝে থাকবে তোমার পূর্ণ ধারাবাহিকতা।
অতঃপর জড়তা কাটে,
চতুর্পাশ্বে প্রতিধ্বনিত হয়,
বিবর্ত পৃথিবীর পালাবদলের সুরে
উত্তরসূরীরা আসে
চায় কিছু তারই উত্তরসূরীর কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






