এক ছেলে এক মেয়েকে ভালোবাসতো!!
ছেলেটি একদিন সাহস নিয়ে মেয়েটিকে প্রপোজ করলো।
মেয়েটি কিছুক্ষণ পর বললো, "শোনো, তোমার এক মাসের সেলারি আমার একদিনের হাত খরচ। তোমার সাথে রিলেশান করবো আমি?!
ভাবলে কি করে!!!
...
আমি তোমাকে কখনই ভালবাসতে পারবো না। তু
মি ভুলে যাও আমাকে। তোমার লেভেলের কাউকে প্রপোজ করো.........!!!"
মেয়েটি চলে গেলো... ছেলেটি তারপরেও মেয়েটিকে ভুলতে পারে নাই............
১০ বছর পর একদিন...
ওই মেয়েটির আর ছেলেটির একদিন এক শপিং মলে দেখা হয়ে গেলো।
দেখা হবার পরে মেয়েটি বললো, "হাই, তুমি!!! কেমন আছো?! শোনো, আমার বিয়ে হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের সেলারি কত জানো???!!!
১,০০,০০০ টাকা প্রতি মাসে!!!
ভাবতে পারো তুমি??!! আর আমার হাজব্যান্ড দেখতেও অনেক স্মার্ট। সেইরকম। বুঝলে তুমি???!!!"
মেয়েটির এমন কথা শুনে ছেলেটির চোখে পানি এসে গেলো।
এর কিছু সময় পরেই মেয়েটির হাজব্যান্ড চলে আসল।
তখন মেয়েটি কিছু বলার আগেই ওর হাজব্যান্ড বলতে লাগলো ছেলেটিকে দেখে, "আরেহ স্যার আপনি!! এখানে কি মনে করে!!??"
তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে ওর হাজব্যান্ড বলতে লাগলো.... "উনি আমাদের বস, আর স্যার বর্তমানে যে ৫০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছেন, সেটার একটা সাইড আমি দেখাশুনা করছি...!!
আর মজার ব্যাপার কি জানো?? স্যার একটা মেয়েকে ভালোবাসতো। তাই এখন পর্যন্ত বিয়েই করে নাই......!!!
মেয়েটি কি লাকি তাই না!!! এভাবে কয়জন ভালোবাসতে পারে???!!!"
মেয়েটি নিশ্চুপ............!!!
গল্পটির এখানেই সমাপ্তি... এটাই সত্যিকারের ভালোবাসা...
মোড়ালঃ জীবনটা এক অর্থে অনেক বড়। কাউকেই ছোট করে দেখতে নেই। সময়ের স্রোতে অনেক কিছু বদলে যায়ে। সবার ভালোবাসাকেই সম্মান করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




