মাজারে একি নষ্টামি।………এড়িয়ে যাবেন না---প্রতিবাদ করুন।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান
(রহ.) এর মাজার প্রাঙ্গনে প্রতিদিন
বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুশ
আসে তাদের মাজার জিয়ারতের উদ্দেশে অথচ
এসে যা দেখে যায় তা ইসলামের বা ইমানের
পুরুপুরি বিপরীত।
খাদিম নাম ধারী অর্থলোভী কিছু মানুশ
রুপি কুকুর-দের পাতানু ফাদে পরে হাজার
হাজার টাকা বিলিয়ে দেয় বাবার মাজারে।
অথচ প্রতি রাতেই সেই টাকা ভাগাভাগি হয়
তাদের মধ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগ, সবই
যায় এই ভণ্ড প্রতারক দের বাড়িতে।
মাজার প্রাঙ্গনে গাজা খুড়ের অভাব নেই।
জুয়া চলছে প্রকাশ্যে ।
হযরত শাহপরানের (রহ.) এর কবরের
উপরে হাজার হাজার টাকা মানুশ
ছুড়ে মারছে আর কিছুক্ষণ পরেই সেই
টাকা কুঁড়িয়ে থলে ভরতেছে খাদিম নামক
টাকা লোভী শয়তানের দল।
হাজার হাজার গুলাপজলের খালি বোতল
বস্তায় ভরা দেখে খবর
নিয়ে জানতে পারলাম এগুলা ১
টাকা করে বিক্রি করা হবে। যা পানি ও
সুগন্দি ভরে আবার আসবে বাবার মাজারে।
দামের ও হবে পরিবর্তন। ১ এর বদলে ১০।
হযরত শাহজালাল (রহ.) অথবা শাহপরান (রহ.)
তাদের কেউ মনে হয়না গান বাজনা পছন্দ
করতেন অথচ তাদের মাজারে পুরুষ ও
বেপর্দা-নারী-রা
যেভাবে একসাথে নাচানাচি করতেছে মনে হয়
তাদের জন্য মাজার গুলা যাত্রার স্টেজ।
আল্লাহ্ আমাদের হেফাজত করুন। আমাদের
সবার উচিত এই অন্যায়ের প্রতিবাদ করা।
সুত্র -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




