বাড়ির পাশে কোরবানীর গরু কিনেছে আমার প্রতিবেশি। সেই সকাল থেকে গরুর চোখে পানি! এখন গরু চিল্লাচ্ছে হয়তো তার জানা হয়ে গেছে কাল তার মৃত্যু হবে... ভয়ংকর রকমের মৃত্যু!
.
পশুটির কান্না আমি স্পষ্ট বুঝতে পারছি। ধর্মের কলে কাল সে বলি হবে। ধর্মের চুরিঘাত কাল তাকে চিন্নভিন্ন করে দিবে। মৃত্যুর আগের অনুভতিটি তার জানা আছে এখন। আমার জানতে ইচ্ছে হচ্ছে। মৃত্যুর আগের অনুভূতি.... কিন্তু গরুর মুখে শুনাতো আর সম্ভব নই!
.
স্রষ্টা কি দারুন এক রহস্যের মধ্যে রেখেছে মানুষকে। ধর্মের এই বিষয়টা আমাকে যন্ত্রণা দেই। বিশ্বাস করুন আমি ধর্মদ্রোহী নই! আমি ধর্ম বিশ্বাস করি, কেনো জানি এই পশু হত্যাটা মানতে পারিনা..!!
.
এটাই বিশ্বাস করি স্রষ্টা যা করেন মাণব মঙ্গলের জন্য করেন। তবে পশুর খুব কাছে গিয়ে নিজের ভিতরে কয়েক প্রশ্নের জন্ম হলো..!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




