আমি লক্ষ করছি, আমার মধ্যে থেকে একটা মানুবিক গুণাবলি উদাও হয়ে গিয়েছে। তা হল "অবাক হওয়া"।
আমি পূর্ণ মনযোগ দিয়ে খেয়াল করছি যে, আমি এখন সব কিছুকেই স্বাভাবিক ভাবে নিতে শুরু করেছি।
কোন একটি বিষয়ে হঠাৎ চমকিত হওয়ার মতো কিছু আমার মধ্যে অবশিষ্ট নেই।
যেমন ধরুণ... "আমার কোন এক বিশেষ বন্ধু, যাকে আমি প্রাইমারী পাশ করার পর আর খুজে পাইনি।
কিন্তু মাঝে মাঝে প্রাইমারী স্মৃতিকে স্বরণ করলে তার কথা ও খুব মনে পড়তো। ধরুণ একদিন বাংলার রাজধানী ঢাকাতে, ধরুণ স্থানটি ফার্মগেট এর ওভার ব্রিজ। চলমান পথে যদি তার সাথে আমার বিপরীত মূখী অবস্থানে দেখাও হয়ে যায়।
তাহলেও আমি অবাক হবো না। আমার মুখে বিন্দু মাত্র চমক হওয়ার মতো আভাস পাওয়া যাবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




