সাহারা খাতুন বলেছেন, "আগুন লাগার সাথে সাথে তড়িত গতিতে ফায়ার সারভিস ছুটে এসেছে!!!
সরাস্ট্র প্রতিমন্ত্রি বলছে, "তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ফায়ার সারভিস কে আধুনিকায়ন করে ঢেলে সাজানো হবে
বসুন্ধরা সিটির স্থপতি বলছে, " ম্যাক্সিমাম ২ মিনিটের মধ্যে আগুন ডিটেক্ট করার জন্য ও আগুন নিভানোর জন্য বিল্ডিং-এ সব রকম টেকনোলজি ছিলো। কিন্তু কোনো এক অজানা কারনে ওসবের কিছুই কাজ করে নাই
তয় টিভি সামবাদিকগো ব্যাপক কঠিন সময় যাইতেআছে। ফেবরুয়ারিতে বিডিআর, মার্চে আগুন......লাইভ আপডেট দিতে দিতে তারা শেষ। হেগো বেতন বাড়ানি লাগবো মনে কয়। অলরেডি শুরু হইয়া গেছে তাগো মুবাইলে প্যানপানানি। টিভিতে আমরা যা লাইভ দেখি সেইগুলাই ইনায় বিনায় ঘটনাস্থল থেকেকয়, মাগার আসল খবর কেউই কইতারে না। বিকালে মারা গেলো বসুন্ধরার এক ফায়ারম্যান, ৭.৩০ এর খবরে এনটিভি কয় হেরা নাকি এখনও নামটা শিয়র হইবার পারে নাই!!! যত্তসব।
এডি গেলো উপর মহলের জুক্স। এবার নিচে নামেন.....
বিডিআরের পর ব্লগে ছাগুদের ম্যাতকার আবার শুরু হইছে। আজকের আগুন আর রাবির ঘটনার পর মগবাজারের আকাশে খালি টাকা উড়তাছে। ছাগুডি ঐ টেকা খাইতে ধুলা পড়া কিবোর্ডে ১১ আংগুলের** ঝড় তুলতাছে । অবশ্য ছাগু খেদাইতে আলাদা অরঘাজমিক মজা আচে
আর ভালা লাগে না। খালি আশার বানী। কামের কাম কিছুই হয় না। অবশ্য এসব নিয়া ভাবিও না। এই দেশ যে এমনেই চলবে সেইটা অনেক আগেই বুঝা গেছে। এখন ভাবি কেমনে এটার লগে খাপ খাওয়ানো যায়।
** (১১ নামবার আংগুলটা প্যান্টের ভিতরে থাকে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


