ফেসবুকে একটা গ্রুপ খুলে ফেললাম BBA Students, Bangladesh নামে। হাজার হাজার বিবিএ শিক্ষার্থী রয়েছে বাংলাদেশে অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সুবাদে। আমরা কি পারিনা একে অপরের সাথে পরিচিত হতে? আমরা কি পারিনা আমাদের কোর্স / ক্যারিয়ার-এর সাথে সম্পর্কিত বিষয়গুলো শেয়ার করতে?
কে কোথায়, কি পড়ছে, কতটুকু শিখছে, শিখার সুযোগ পাচ্ছে তা আমরা এই গ্রুপ এ আলোচনা করতে পারব। ভবিষ্যত কর্পোরেট জীবনে গিয়ে কীভাবে সামনে এগিয়ে যেতে হবে তার উত্তর খুঁজব আমরা। সফল ভাবে যারা আজ ক্যারিয়ার গড়েছে, তাদের কথাগুলো শুনব, তাদের অভিজ্ঞতা (তিক্ত/মধুর) থেকে আমরাও হয়তো কিছু শিখব। আরো যা যা বিষয় যা আমরা জানিনা, জানা দরকার, তাও শেয়ার করতে পারেন।
সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও এক্স বিবিএ পড়ুয়া স্টুডেন্টরা জয়েন করতে পারেন।
লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




