রংগমন্চে অনেক সাধক কল্পলোকের মাথার উপর
খলবলিয়ে মাথা খেল সত্য বহুদূর
হলাম না হয় পাপি মরন দূর থেকে দেখি পাপের কামড়
সুখ খুজে না পেলেও ভাবে তারা রংগমন্চে আমিই একা।
দুর থেকে ভাই একটু হাসি তোমার চোখে মদির বাণী
একটু কি দেবে যতন করে রাখব ভরে মনের ভেতর
কোথায় তুমি কত দুরে আস এবার পর্দা তুলে
দেখ আমি রাজ্য চালায় গুনি এ রংগ লীলায়
হাত যদি হয় মাত্র দুটো সত্য আছে বলেই শুধু
ভাবকবিতায় ছড়া কাটি না চিত্তে অবিচল
সত্যপথে থাকো যদি রইব আমরন,
ভালবাসি সাধক সাথী না হয় হল পুস্পবেশী
লীলার খাটে সত্য সাধক চলো সেথায় যাই।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




